কলকাতা

‘ছেলের মৃত্যুতে ক্ষতিপূরণ নয়, বিচার চাই’, আদালতে বললেন করোনায় মৃত যুবকের মা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘ক্ষতিপূরণ চাই না। ছেলের মৃত্যুর বিচার চাই’-এজলাসে দাঁড়িয়ে স্পষ্ট জানিয়ে দিলেন এক মা। করোনার সময় চিকিৎসায় গাফিলতিতে তাঁর সন্তানের মৃত্যু হয়েছিল। মহিলার বক্তব্যের পর প্রধান বিচারপতির একটি প্রশ্নের উত্তরে চোয়াল শক্ত করে তিনি ফের বলেন, ‘যেসব হাসপাতালের গাফিলতিতে ছেলের মৃত্যু হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা তুলব না। এর শেষ দেখতে চাই।’ 
২০২০ সালের জুলাই মাসের ঘটনা। করোনার সময় অসুস্থ হয়ে পড়েছিলেন উত্তর ২৪ পরগনার ইছাপুরের বাসিন্দা বছর আঠারোর শুভ্রজিৎ চট্টোপাধ্যায়। প্রথমে তাঁকে কামারহাটির ইএসআই হাসপাতালে নিয়ে যান তাঁর বাবা-মা। হাসপাতালটি চিকিৎসা না করে বেলঘরিয়ার মিডল্যান্ড নার্সিংহোমে রেফার করে দেয়। অভিযোগ, ওই বেসরকারি নার্সিংহোমও প্রথমে চিকিৎসা করতে অস্বীকার করে। পরে করোনা পরীক্ষার নমুনা নিয়ে তিন মিনিটের মধ্যে বাবার হাতে একটি চিরকুট ধরিয়ে দেয়। চিরকুটে লেখা ছিল, শুভ্রজিৎ ‘কোভিড ১৯ পজ়িটিভ।’ এরপর তাঁকে সাগর দত্ত মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানেও তাঁর চিকিৎসা হয়নি। শেষপর্যন্ত শুভ্রজিৎকে নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিকেল কলেজে। সেখানে তাঁকে ভর্তি করানো হলেও শেষরক্ষা হয়নি। সেদিন রাতেই মারা যান ইছাপুর আনন্দমঠ হাই স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী শুভ্রজিৎ চট্টোপাধ্যায়। 
এই ঘটনার পর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে রাজ্য স্বাস্থ্য কমিশনের দ্বারস্থ হয় শুভ্রজিতের পরিবার। পাশাপাশি মিডল্যান্ড নার্সিংহোম, কামারহাটি ইএসআই হাসপাতাল, সাগর দত্ত মেডিকেল কলেজ ও কলকাতা মেডিকেল কলেজের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। স্বাস্থ্য কমিশন 
চিকিৎসায় গাফিলতির অভিযোগকে মান্যতা দিয়ে ওই বেসরকারি নার্সিংহোমকে পাঁচ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেয়। কমিশনের সেই নির্দেশ চ্যালেঞ্জ করে পাল্টা হাইকোর্টের দ্বারস্থ হয় নার্সিংহোম কর্তৃপক্ষ। এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানিতে নার্সিং হোমের তরফে আইনজীবী জিষ্ণু চৌধুরিসওয়ালে বলেন, ‘এক্ষেত্রে চারটি হাসপাতাল যুক্ত। কিন্তু শুধুমাত্র আমাদের ক্ষতিপূরণ দিতে বলা হচ্ছে। অথচ এক্ষেত্রে আমাদের কোনও গাফিলতি নেই।’ এরপর তিনি ক্ষতিপূরণের অঙ্ক পাঁচ লক্ষ টাকা থেকে কমিয়ে তিন লক্ষ টাকা করার আবেদন জানান। এই বক্তব্যের বিরোধিতা করেন শুভ্রজিতের পরিবারের আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়। এরপরই স্বাস্থ্য কমিশনের এক্তিয়ার প্রসঙ্গে প্রশ্ন তুলে এজলাসে উপস্থিত শুভ্রজিতের মায়ের কাছে প্রধান বিচারপতি জানতে চান, ‘আপনি কী ক্ষতিপূরণ পেলে মূল মামলাটি তুলে নেবেন?’ তখনই শুভ্রজিতের মা স্পষ্ট জানিয়ে দেন, ‘ছেলের বিকল্প ক্ষতিপূরণের টাকা নয়। আমি বিচার চাই।’ এদিন অবশ্য কোনও নির্দেশ দেয়নি আদালত। চলতি সপ্তাহে ফের মামলার শুনানি।
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিদ্যায় অগ্রগতি ও নামী প্রতিষ্ঠানে বিদ্যা লাভের সুযোগ পেতে পারেন। ব্যবসায় শুভ ও আয় বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা