কলকাতা

বঙ্গবন্ধুর অসম্মান রুখতে আইন দাবি শহরের বাংলাদেশিদের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অগ্নিগর্ভ বাংলাদেশজুড়ে ভয়াবহ এক নৈরাজ্যের ছবি। সেই নৈরাজ্যের অঙ্গ হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি একের পর এক ভাঙা হচ্ছে। তার ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে গোটা দুনিয়ায়। আর সেই ছবি দেখেই নিজের কষ্টের কথা বললেন বাংলাদেশের ফেনীর ১০ কিলোমিটার উত্তরে ফুলগাজির বাসিন্দা মহম্মদ কামালউদ্দিন। কলকাতায় তিনি এসেছেন ছেলের চিকিৎসার জন্য। ছাত্র আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়ে তিনি বললেন, সাম্প্রতিক কালে গণহত্যার যে ঘটনা ঘটছে, তাকে আমরা সমর্থন করি না। তার জন্য শেখ হাসিনার বিচার হওয়া উচিত। কিন্তু একই সঙ্গে দেশের জন্য বঙ্গবন্ধুর অবদানও আমরা অস্বীকার করতে পারি না। ফলে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা বড় অন্যায় হচ্ছে। ১৯৭১-এর আগে তিনি যা করেছেন, সেই ইতিহাসকে অস্বীকার করা যাবে না। এই ঘটনা ভবিষ্যতেও যে অন্য কোনও আন্দোলনের সময় ঘটবে না, তারও কোনও নিশ্চয়তা নেই। তাই সরকারে যে-ই আসুক না কেন, তাদের উচিত বঙ্গবন্ধুর সম্মান রক্ষার্থে নয়া আইন তৈরি করা। পাশাপাশি তাঁর সমস্ত নষ্ট হয়ে যাওয়া মূর্তি নতুন করে তৈরি করা হোক। 
কামালউদ্দিনের বড় ছেলে বর্তমানে বাংলাদেশের একটি বেসরকারি কলেজের কম্পিউটার সায়েন্সের ছাত্র। কিডনি প্রতিস্থাপনের জন্য তাঁকে কলকাতায় নিয়ে এসে মুকুন্দপুরের কাছে দুই মাস ধরে ঘর ভাড়া নিয়ে বসবাস করছেন কামালউদ্দিন। তাঁর ছোট ছেলের বয়স ১২। ঢাকায় কাকা কাকিমার কাছে থাকাকালীন সেও আন্দোলনের অংশ হতে পথে নেমেছিল বলেই জানিয়েছেন তিনি। ছেলের কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় ছাড়পত্র নিতে আজ তিনি এসেছিলেন কলকাতায় বাংলাদেশ হাই কমিশনে।  শুধু তিনিই নন। হাই কমিশনে নানান কাজে আসা বাংলাদেশের একাধিক মানুষই বঙ্গবন্ধুর সম্মান রক্ষার পক্ষেই মত দিয়েছেন। 
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিদ্যায় অগ্রগতি ও নামী প্রতিষ্ঠানে বিদ্যা লাভের সুযোগ পেতে পারেন। ব্যবসায় শুভ ও আয় বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা