কলকাতা

বৃষ্টিতে ইছাপুরে ভাঙল বাড়ির একাংশ, কল্যাণী এক্সপ্রেসওয়ের দু’ধার জলমগ্ন

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: মঙ্গলবার দুপুরে মুষলধারে বৃষ্টিতে ইছাপুরের কণ্ঠাধারে একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে। যদিও হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে এদিনের বর্ষণে বারাকপুর শিল্পাঞ্চলের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বিশেষ করে কল্যাণী এক্সপ্রেসওয়ের দু’ধারের এলাকায় জল দাঁড়িয়ে যায়। কোনও জায়গায় হাঁটু জল, কোনও জায়গায় আরও বেশি। বিশেষ করে ওয়্যারলেস মোড়ের কাছে মোহনপুর এলাকা, ভাটপাড়া পুরসভার মাদরাল সহ হাইওয়ে সংলগ্ন এলাকা, নৈহাটি মামুদপুর, কাঁচরাপাড়ার মানিকতলা এলাকা রীতিমতো জলমগ্ন হয়ে পড়ে। দুর্ভোগে পড়ে মানুষ। জল নিষ্কাশনের পথ বের করার জন্য জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম জেলাশাসক শরদ দ্বিবেদীকে চিঠি দিয়েছেন। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, আমার বিধানসভা এলাকায় হাইওয়ের ধার জলমগ্ন হয়ে পড়েছে। বহু বাড়িতে জল ঢুকে গিয়েছে। কিছুই করতে পারছি না। রাস্তা সম্প্রসারণ করতে গিয়ে মানুষের দুর্ভোগ আরও বেড়ে গিয়েছে। জেলাশাসককে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিয়েছি।
মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল কর জানিয়েছেন, বৃষ্টিতে গোটা এলাকার অবস্থা খুব খারাপ। হাইওয়ের ধারে রবীন্দ্রপল্লি এলাকায় জল ঢুকে গিয়েছে। পাম্প চালিয়ে জল ফেলার ব্যবস্থা করছি। কিন্তু জল বের হচ্ছে না। একইরকমভাবে বারাকপুর থেকে কাঁচরাপাড়া পর্যন্ত বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে এদিন দুপুরের প্রবল বর্ষণে। বারাকপুর শহরের বিভিন্ন রাস্তাতেও এদিন জল দাঁড়িয়ে যায়। -নিজস্ব চিত্র
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা