কলকাতা

বর্ষায় জমা জলের দুর্ভোগ থেকে মুক্তি দিতে মুরারিপুকুরে বিভিন্ন রাস্তায় নিকাশির কাজ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুরনো ছোট নিকাশি নালা। একটু বেশি বৃষ্টি হলেই জল জমে যায়। মুরারিপুকুর, বাগমারি এলাকার বিভিন্ন বড়-ছোট রাস্তায় তাই ভূগর্ভস্থ নিকাশি নালা সংস্কারের কাজ চলছে। বসানো হচ্ছে বড় আকারের নিকাশি পাইপ। যাতে বৃষ্টির সময় বাড়তি জল টেনে নিতে সুবিধা হয়। এই কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা।মুরারিপুকুর এলাকার ২২৫ নম্বর বাগমারি রোড, ৪১বি বিপ্লবী বারীন ঘোষ সরণি, ৩৫ ও ৩৬ নম্বর বিপ্লবী বারীন ঘোষ সরণি, ১৯ নম্বর হরিশ নিয়োগী রোডে এই নিকাশি উন্নয়নের কাজ চলছে। পাইপলাইন বসানোর কাজ প্রায় শেষের পথে। তারপর রাস্তাগুলি মেরামত করা হবে। সুলেখা ঘোষ নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘এ বছর অত জল জমেনি ঠিকই। কিন্তু গত বর্ষায় খুব ভুগতে হয়েছিল। দেখলাম, এবার বড় বড় সিমেন্টের পাইপ বসানো হচ্ছে। নতুন করে ম্যানহোল, গালিপিট তৈরি করার কাজও চলছে। আশা করছি, ভারী বৃষ্টি হলে আর দুর্ভোগ হবে না।’ লিপিকা সাহা নামে অন্য এক বাসিন্দা বলেন, ‘বেশি বৃষ্টি হলেই বাড়ির তলায় জল ঢুকে যায়। বেশিক্ষণ জল দাঁড়িয়ে থাকে তেমনটা যদিও হয় না। তবে এবার বড় নিকাশি নালা তৈরি হলে আর রাস্তায় জমা জলের দেখা মিলবে না বলে আশা রাখি। নিয়মিত ম্যানহোল-গালিপিট সাফাই হওয়াও দরকার। তাহলে আর জল জমার সমস্যা থাকবে না। না হলে নয়া বড় পাইপলাইন বসিয়েও কোনও কাজ হবে না।’ ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অমল চক্রবর্তী বলেন, ‘পুরনো ছোট লাইন ছিল। তার জায়গায় বড় বড় পাইপ বসানো হচ্ছে। তাতে আরও দ্রুত রাস্তার জল নামবে। এই কাজ শেষ হলে অঞ্চলের আরও বেশ কয়েকটি রাস্তায় নিকাশি উন্নয়নের কাজে হাত দেওয়া হবে।’
নিজস্ব চিত্র
2Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক ক্ষেত্রে বাধায় চিন্তা ও উদ্বেগ। বেকারদের ভালো প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির প্রবল যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৮.০৬ টাকা১১১.৮৬ টাকা
ইউরো৮৯.৯১ টাকা৯৩.৩২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     October,   2024
দিন পঞ্জিকা