কলকাতা

রাস্তা ফাঁকা করতে চাকদহে সোমবার শুরু হচ্ছে সমীক্ষা

সংবাদদাতা, কল্যাণী: চাকদহ পুরসভার পক্ষ থেকে ফুটপাত ফাঁকা করার জন্য ১৫ দিন সময় দেওয়া হয়েছিল। কিন্তু তাতে হুঁশ ফেরেনি অনেক দখলদারের। এখনও দখল হয়ে রয়েছে শহরের বিভিন্ন রাস্তার দু’ধার। তাই বৃহস্পতিবার পুরসভার মিটিংয়ে ঠিক হয়েছে, আগামী ২৯ জুলাই, সোমবার শহরে শুরু হবে দখলদারি নিয়ে সমীক্ষা। সেই সমীক্ষা অনুসারে শহরকে দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
এর আগে ৭ জুলাই পুরসভা, পুলিস এবং ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে শহরের বিভিন্ন রাস্তায় অভিযান চালানো হয়েছিল। সেগুলি দখলমুক্ত করতে ১৫ দিন সময় দেওয়া হচ্ছে বলে ব্যবসায়ীদের জানানো হয়। বেশ কিছু দোকানের জিনিস সরিয়ে নিতে বলা হয়। এছাড়াও রাস্তায় যেখানে-সেখানে দাঁড়িয়ে থাকা টোটো, ভ্যানচালককে এভাবে না দাঁড়ানোর জন্যও বলা হয়। গত সোমবার সেই ১৫ দিনের সময়সীমা শেষ হয়েছে। কিন্তু শহরের অনেক জায়গা এখনও দখলমুক্ত হয়নি। এই বিষয়ে চাকদহের পুরপ্রধান অমলেন্দু দাস বলেন, দু’এক দিনের মধ্যে অভিযানে নামা হবে। সেই কারণে বৃহস্পতিবার পুরপ্রতিনিধি, পুলিস এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সদস্যদের নিয়ে প্রস্তুতি সভা ডাকা হয়। সেখানেই ঠিক হয়েছে, প্রথমে সমীক্ষা হবে, তারপরে সরাসরি দখলমুক্তির অভিযান চালানো হবে। প্রসঙ্গত, চাকদহ শহরের পূর্ব দিকে পঞ্চাশ নম্বর রেলগেট থেকে রথতলা হয়ে বাসস্ট্যান্ড যাওয়ার রাস্তা, রথতলা থেকে শহিদপল্লি হয়ে মণিমালা যাওয়ার রাস্তা, থানার মোড় থেকে শ্মশানের দিকে যাওয়ার রাস্তা তথা ভাগীরথী রোড়, থানার মোড় থেকে পুরসভার সামনে দিয়ে সিংহেরহাট যাওয়ার রাস্তা, থানার মোড় থেকে হাসপাতালের সামনে দিয়ে পালপাড়ার দিকে যাওয়ার রাস্তার বিভিন্ন  জায়গা দখল হয়ে রয়েছে। ফলে রাস্তা সংকীর্ণ হয়ে সাধারণ মানুষের চলাচলে সমস্যা তৈরি হচ্ছে। সেজন্যই পুরসভা ও প্রশাসনের পক্ষ থেকে রাস্তার দু’ধার দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। -নিজস্ব চিত্র
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে জটিলকর্মে অনায়াস সাফল্য ও প্রশংসালাভ। আর্থিক দিকটি শুভ। ক্রীড়াস্থলে বিশেষ সাফল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা