কলকাতা

গাইঘাটা কিষান বাজারে দালালচক্রের রমরমার অভিযোগ, বিক্ষোভে কৃষকরা

সংবাদদাতা, বনগাঁ: কিষান বাজারে দালালচক্র চলছে। এই অভিযোগে বিক্ষোভ কৃষকদের। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার গাইঘাটা কিষান বাজারের গেট বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। কয়েকজন দালালকে তাড়া করে বাজার থেকে বের করে দেওয়া হয় বলেও জানা গিয়েছে। এই ঘটনায় গাইঘাটা কিষান বাজারে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে আসে গাইঘাটা থানার পুলিস। পুলিসের আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নেন কৃষকরা। কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
ওই কিষান বাজারে আসা কৃষকদের অভিযোগ, এই বাজারে সক্রিয় রয়েছে দালালচক্র। নিজেদের স্বার্থ অনুসারে তারা ফসলের দাম ঠিক করে দেয়। বাজারে কৃত্রিম ভিড় তৈরি করে বাইরের ব্যবসায়ীদের বাজারে ঢুকতে বাধা দেওয়া হয়। এমনকী সঠিক সময় ফসল নিয়ে বাজারে আসতেও বাধা পান কৃষকরা। দেরি হলে কম দামে সেই ফসল কিনে নেয় দালালরা। গাইঘাটার গোয়ালবাথানের বাসিন্দা এক কৃষক আশিস দাস বলেন, দালালরা মূল গেটের সামনে গাড়ি দাঁড় করিয়ে গেট জ্যাম করে দেয়। রাস্তায় যানজট তৈরি হয়। কৃষক সঠিক সময়ে বাজারে আসতে পারেন না। ফলে এই বাজারে ফসল কিনতে আসা অনেক ব্যবসায়ী ফিরে যান। এরপর দেরি করে কৃষক বাজারে এলে দালালরা কম দামে ফসল কিনে নেয়। বৃহস্পতিবার বাজারে সকালের দিকে ১২-১৪ টাকা পাইকারি দরে পটল বিক্রি হয়েছিল। পরবর্তীকালে কয়েকজন দালাল চিৎকার করে বলতে থাকে, সাত টাকার বেশি কেউ পটলের দাম দেবেন না। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন কৃষকরা। বাজারের গেট বন্ধ করে দালালদের তাড়া করেন তাঁরা। ভয়ে পালিয়ে যায় অভিযুক্ত দালালরা। অভিযোগ, ভেন্ডার সমিতির নাম করে কিষান বাজারে আসা কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করে এই দালালচক্রের সদস্যরা। গাইঘাটা কিষান বাজারে দালাল চক্রের রমরমার অভিযোগ মেনে নিয়ে কিষান তৃণমূল কংগ্রেসের গাইঘাটা ব্লকের সভাপতি কার্তিক পাল বলেন, কিছু মানুষ বাজারের রাস্তা বন্ধ করে কৃষক ও ব্যবসায়ীদের অসুবিধা করছে। সমিতির নাম করে বেআইনিভাবে টাকাও তুলছে। আমরা এটা মেনে নেব না। প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।
নিজস্ব চিত্র
2Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক ক্ষেত্রে বাধায় চিন্তা ও উদ্বেগ। বেকারদের ভালো প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির প্রবল যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৮.০৬ টাকা১১১.৮৬ টাকা
ইউরো৮৯.৯১ টাকা৯৩.৩২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     October,   2024
দিন পঞ্জিকা