কলকাতা

বেলুড়ে রুদ্রমূর্তি গঙ্গার, কোনওমতে বেঁচে ফিরলেন যাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেলুড় থেকে দক্ষিণেশ্বর যাওয়ার লঞ্চ ছেড়েছিল। কিছুক্ষণ চলার পর হঠাৎ উথালপাতাল হতে শুরু করে গঙ্গা। লঞ্চ পুরো ভর্তি ছিল। যাত্রীরা ছুটোছুটি শুরু করেন। ভয়ে ঈশ্বরকে ডাকতেও শুরু করেন অনেকে। পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার নেয়। লঞ্চের দুলুনিতে অনেক যাত্রী বমি করে ফেলেন। তীরে নামার পরও কাঁপতে থাকেন অনেক যাত্রী। এমনকী অনেকেরই একদিন পরও আতঙ্ক পুরোপুরি কাটেনি বলে জানিয়েছেন। কারও বক্তব্য এই ঘটনা আজীবন মনে থাকবে।
লঞ্চে উপস্থিত ছিলেন অজিতেশ গঙ্গোপাধ্যায় (নাম পরিবর্তিত)। তিনি বললেন, ‘ঘটনাটি মঙ্গলবার দুপুরের। আড়াইটে-পৌনে তিনটে নাগাদ আমরা সবে বেলুড় থেকে লঞ্চে উঠেছি। কিছুক্ষণ চলার পর কিছু বুঝে ওঠার আগেই লঞ্চ ভয়ানকভাবে দুলতে শুরু করে।’ ঘটনার একদিন বাদেও সে কথা বলতে গিয়ে রীতিমতো গলা কাঁপছিল অজিতেশবাবুর। ঠিক কখন, ক’টায় ঘটনা ঘটেছে, ওই ভদ্রলোকের সঠিকভাবে মনে নেই। তাঁর কথায়, ‘এটা ভয়াবহ অভিজ্ঞতা। মোবাইল ফোন ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম। স্বাভাবিকভাবেই সকলে দৌড়দৌড়ি করছিলেন। অনেকে দেখলাম বমি করে দিয়েছেন। এমনকী নামার পরও অনেকে বমি করছিলেন। সকলেই একটা ট্রমার মধ্যে ছিলেন।’ শুধু তাই নয়, এই ঘটনার পর থেকে রাতে ঘুমও উড়ে গিয়েছে তাঁর। চোখ বন্ধ করলেই যেন সেই দৃশ্য ভেসে উঠছে। 
তিনি আরও বলেন, ‘সম্ভবত তখন জোয়ারের সময় ছিল। জানিও না কখন জোয়ার আসে। মিনিট ১৫-২০ ধরে এই গোটা বিষয়টা ঘটে। ওইটুকু সময় যেন অনন্তকালের মতো মনে হচ্ছিল।’ দক্ষিণেশ্বর ঘাট কামারহাটি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের এলাকার মধ্যে পড়ে। 
ওই ওয়ার্ডের কাউন্সিলার ও পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল অরিন্দম ভৌমিক বলেন, ‘ওই খবর আমাদের কানে এসেছে। বানের সময় দেখেই লঞ্চ চালানো হয়। কীভাবে এটা হল সেটা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে জটিলকর্মে অনায়াস সাফল্য ও প্রশংসালাভ। আর্থিক দিকটি শুভ। ক্রীড়াস্থলে বিশেষ সাফল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা