খেলা

প্রতিবাদে বাইচুংয়ের পদত্যাগ ভারতের নতুন কোচ মানোলো মার্কুয়েজ

নয়াদিল্লি: গুরপ্রীত, লিস্টনদের নতুন হেডস্যর এবার মানোলো মার্কুয়েজ। ৫৫ বছর বয়সি স্প্যানিশ কোচকেই জাতীয় দলের দায়িত্ব দিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। শনিবার সংস্থার কার্যকরী সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী সেপ্টেম্বরের ত্রিদেশীয় টুর্নামেন্টে নতুন দায়িত্ব সামলাবেন মানোলো। উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে ক্লাব ফুটবলে অন্যতম সফল কোচ  মানালো। তাঁর কোচিংয়েই আইএসএল চ্যাম্পিয়ন হয় হায়দরাবাদ এফসি। পরবর্তীতে এফসি’গোয়ার দায়িত্ব নিয়েও দলকে শেষ চারে পৌঁছে দেন তিনি। মানোলোর হাত ধরেই উঠে এসেছেন একঝাঁক ভারতীয় ফুটবলার। বিশেষজ্ঞদের ধারণা, যোগ্য ব্যক্তিই কোচের হটসিটে বসতে চলেছেন। জাতীয় দলের পাশাপাশি এফসি গোয়ার দায়িত্বও সামলাবেন তিনি। বিশ্ব ফুটবলে এমন উদাহারণ নতুন নয়। 
এর আগে মেয়াদ ফুরোনোর আগেই ক্রোট কোচ ইগর স্টিমাচকে ছেঁটে ফেলে এআইএফএফ। বিকল্প খুঁজতে ওয়েবসাইটে বিজ্ঞাপন দেয় ফেডারেশন। সূত্রের খবর, শেষ ল্যাপে মানোলোর সঙ্গে জোর লড়াইতে ছিলেন আন্তোনিও লোপেজ হাবাস। বঙ্গসন্তান সঞ্জয় সেনের নাম ভাসলেও তাঁর ভাগ্য শিকে ছেঁড়েনি। চেনা মুখ মানোলোতে আস্থা রাখলেন কর্তারা। নাম ঘোষণার পর উচ্ছ্বসিত মানোলোর মন্তব্য, ‘আমার উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ। এদেশে দীর্ঘদিন কোচিং করানোর সুবাদে ভারতীয় ফুটবল আমার অজানা নয়। বিশ্বাসের মর্যাদা দেওয়ার চেষ্টা করব।’ অন্যদিকে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে জানান, ‘নতুন মুখ এলে মানিয়ে নিতে কিছুটা সময় দরকার। মানোলোর সেই সমস্যা নেই। ওঁকে নিয়ে আমরা আশাবাদী।’ উল্লেখ্য, ইগর স্টিমাচের কল্যাণে এই মুহূর্তে বেহাল দশা ভারতীয় দলের। পিছতে পিছতে ১২৪ নম্বরে রয়েছেন সাহাল, ছাংতেরা। কোন সন্দেহ নেই, মানোলোর সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে। এদিকে, কোচ নিয়োগ ঘিরেও বিতর্ক অব্যাহত ফেডারেশনে। টেকনিক্যাল কমিটির সঙ্গে আলোচনা না করেই কোচ নির্বাচনের প্রতিবাদে পদত্যাগ করলেন বাইচুং ভুটিয়া। পাশাপাশি ফেডারেশনের নতুন সচিব হলেন কেরলের অনিল কুমার। উল্লেখ্য, চলতি মরশুমেও আইএসএলে কোনও অবনমন থাকছে না। 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মোন্নতি ও বিভাগীয় ক্ষেত্রে প্রশংসা লাভ। ব্যয় যোগ আছে। আত্মীয় সম্পর্কে বাধার যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা