দেশ

‘নোট বাতিল, কৃষি বিলের জন্য প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত’, কড়া আক্রমণ রাহুলের

সাংলি: শুধুমাত্র সিন্ধুদুর্গে ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি ভেঙে পড়া নয়। নোট বাতিল, বিতর্কিত তিন কৃষি বিল এবং অপরিকল্পিতভাবে জিএসটি চালুর জন্যেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমা চাওয়া উচিত। বৃহস্পতিবার মহারাষ্ট্রে এভাবেই মোদিকে বিঁধলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। গত ২৬ আগস্ট সিন্ধুদুর্গে ভেঙে পড়ে শিবাজির মূর্তি। গত ৪ ডিসেম্বর ৩৫ ফুট উঁচু এই ধাতব মূর্তিটির উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু মাত্র আট মাসের মধ্যেই এই বিপত্তি। এরফলে রাজ্যে বিধানসভা ভোটের আগে তীব্র অস্বস্তিতে পড়েছে বিজেপি। এই ঘটনায় দুর্নীতি ও মারাঠা অস্মিতার ইস্যুতে বিজেপি জোট সরকারের বিরুদ্ধে সরব বিরোধীরা। চাপের মুখে পড়ে সম্প্রতি মহারাষ্ট্র সফরে গিয়ে মূর্তি ভেঙে পড়ার জন্য ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী। সেই প্রসঙ্গ তুলেই এবার কৃষি বিল ও নোট বাতিল নিয়ে মোদিকে একহাত নিয়েছেন রাহুল। 
এদিন সাঙ্গলিতে প্রয়াত কংগ্রেস নেতা পতঙ্গরাও কদমের পূর্ণাবয়ব মূর্তি উদ্বোধন করেন রাহুল। এরপর জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মোদি ও বিজেপিকে নিশানা করেন তিনি। প্রশ্ন তোলেন, ‘কিসের জন্য ক্ষমা চাইছেন প্রধানমন্ত্রী? আরএসএসের সঙ্গে যুক্ত এক অযোগ্যকে শিবাজির মূর্তি তৈরির বরাত দেওয়ার জন্য? নাকি নির্মাণ প্রক্রিয়ায় বিস্তর দুর্নীতি? শুধুমাত্র ভুল করলেই মানুষ ক্ষমা চায়।’ সোনিয়া-পুত্রের তোপ, প্রবল কৃষক আন্দোলনের জেরে তিন বিতর্কিত কৃষি বিল বাতিল করতে বাধ্য হয়েছিলেন প্রধানমন্ত্রী।  কিন্তু তিনি ক্ষমা চাননি। নোটবন্দি এবং জিএসটি নিয়েও কিছু বলেননি।’ মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়েও সরব হন কংগ্রেস নেতা। রাহুল গান্ধী জানান, মহারাষ্ট্র একটি প্রগতিশীল রাজ্য। ছত্রপতি শিবাজি মহারাজ, ছত্রপতি শাহু মহারাজ, ডঃ বি আর আম্বেদকর, মহাত্মা জ্যোতিরাও ফুলের মতো ব্যক্তিত্ব সকলের আদর্শ। তিনি বলেন, ‘বর্তমানে রাজনীতি মূলত দু’টি মতাদর্শের লড়াই। সামাজিক প্রগতির পাশাপাশি কংগ্রেস সবাইকে সঙ্গে নিয়ে চলতে চায়। বিজেপি শুধু কয়েকজন নির্দিষ্ট ব্যক্তির উন্নতি চায়।’ 
প্রয়াত কংগ্রেস নেতা তথা প্রাক্তন সাংসদ বসন্তরাও চ্যবনের শোকস্তব্ধ পরিবারের সঙ্গে রাহুল গান্ধী। রয়েছেন মল্লিকার্জুন খাড়্গেও। পুনেতে পিটিআইয়ের তোলা ছবি।
10d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আয় বৃদ্ধি ও গৃহসুখ বৃদ্ধি। কর্মস্থলে সাফল্য ও প্রশংসা লাভের সম্ভাবনা। শরীর-স্বাস্থ্য বুঝে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা