খেলা

অস্ট্রেলিয়ার জয়ে সুপার এইটে পৌঁছল ইংল্যান্ড, লড়েও হারল স্কটল্যান্ড

সেন্ট লুসিয়া, ১৬ জুন: অস্ট্রেলিয়ার জয়ের জন্য সুপার এইটে পৌঁছে গেল ইংল্যান্ড। ল‌ড়েও হারতে হল স্কটল্যান্ডকে। আজ, রবিবার সকালে সেন্ট লুসিয়ায় অস্ট্রেলিয়া বনাম স্কটল্যান্ডের ম্যাচের দিকেই তাকিয়ে ছিলেন জস বাটলাররা। কারণ স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের পয়েন্ট সমান। শুধুমাত্র নেট রানরেটের বিচারে এগিয়ে ছিল ইংল্যান্ড। এদিনের ম্যাচে স্কটল্যান্ড জিতলেই ইংল্যান্ডের থেকে তাদের পয়েন্ট বেশি হতো। আর তাতেই চলতি বছরের টি-২০ বিশ্বকাপে বাটলার-সল্টদের যাত্রা শেষ হয়ে যেত। আপাতত সেই জায়গা থেকে কিছুটা স্বস্তি পেল ইংল্যান্ড। ‘চিরশত্রু’ অস্ট্রেলিয়ার কাঁধে ভর করেই সুপার এইটে পৌঁছে গেলেন বাটলাররা। যদিও এদিনের ম্যাচে মার্শদের জোর টক্কর দিয়েছিল স্কটল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮০ রান তোলেন তাঁরা। স্কটল্যান্ডের হয়ে ব্রেন্ডন ম্যাকমুলেনের ৩৪ বলে ৬০ রান করেন। ওপেনার মুনসি ২৩ বলে ৩৫ এবং অধিনায়ক বেরিংটনও ৩১ বলে ৪২ রান করে ২০ ওভারে অস্ট্রেলিয়াকে ১৮১ রানের টার্গেট দেয়। যদিও এদিনের ম্যাচে অজিদের হতশ্রী ফিল্ডিং দেখে সমালোচনা করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। মোট ৬ টি ক্যাচ মিস করেন মার্শ-কামিন্সরা। শুধু তাই নয় ব্যাট করতে নেমেও শুরুতেই বিপর্যয় ঘটে অজি শিবিরে। মাত্র ১ রানে করে সাজঘরে ফিরে যান ওয়ার্নার। হাল ধরেন ট্রাভিস হেড। ৪৯ বলে ৬৮ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। স্টোয়নিস ২৯ বলে করেন ৫৯ রান। শেষ ওভার পর্যন্ত ম্যাচ গড়ায়। টিম ডেভিড ১৪ বলে ২৪ রান করে দলকে জেতান। ম্যাচের সেরা হয়েছেন মার্কাস স্টোয়নিস। পাঁচ উইকেটে স্কটল্যান্ডকে হারিয়ে ইংল্যান্ডের মুখে হাসি ফুটিয়ে তোলেন অজিরা।
8d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের সদস্যদের পারস্পরিক মতান্তর, কলহে মনে হতাশা। কাজকর্ম ভালো হবে। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭৭ টাকা৮৪.৫১ টাকা
পাউন্ড১০৪.১৬ টাকা১০৭.৬৩ টাকা
ইউরো৮৮.০৭ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
22nd     June,   2024
দিন পঞ্জিকা