বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর

পৃথিবীর কান ঘেঁষে বেরিয়ে যেতে
পারে ‘বেন্নু’, বলছেন বিজ্ঞানীরাই

ওয়াশিংটন: আকার-আয়তনে আমেরিকার এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সমান। বিশালকায় সেই গ্রহাণু ‘বেন্নু’ ধেয়ে আসবে পৃথিবীর দিকে। হয়তো সরাসরি আছড়েও পড়বে। ১৯৯৯ সালে আবিষ্কার হওয়ার পর থেকেই বেন্নুকে ঘিরে এই আশঙ্কা করে আসছেন মহাকাশবিজ্ঞানীরা। কিন্তু, আদতে এই আশঙ্কা সত্যি হবে না বলেই জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা। সাম্প্রতিকতম গবেষণায় তাঁরা জানতে পেরেছেন, ২১৩৫ সাল নাগাদ পৃথিবীর খুব কাছ দিয়ে ছুটে যাবে গ্রহাণু বেন্নু। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যতটা, তার অর্ধেক দূরত্বে ঘটবে এই মহাজাগতিক ঘটনা। তবে নীল গ্রহের বুকে তার আছড়ে পড়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।
প্রায় দু’বছর ধরে বেন্নুর চারপাশে ঘুরে বহু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে নাসার মহাকাশযান ওসিরিস-রেক্স। গ্রহাণুটি কী দিয়ে তৈরি, তার আয়তনএবং ভর কত, সূর্যের চারপাশে প্রদক্ষিণ করছে কোন কক্ষপথে— এসবই বিজ্ঞানীদের জানিয়েছে ওসিরিস। আর সেসব তথ্য বিশ্লেষণ করেই উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। নাসা জানিয়েছে, শরীরে লাগানো রোবটিক হাত ব্যবহার করে গ্রহাণুর বুক থেকে নমুনাও সংগ্রহ করেছে ওসিরিস। ওই নমুনা পরীক্ষা করে পরবর্তীকালে গ্রহাণুর সম্ভাব্য কক্ষপথের অবস্থান বের করা সম্ভব হবে। ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর বেন্নুর মাটি ও নু‌঩ড়ি-পাথর নিয়ে ফিরে আসার কথা রয়েছে ওসিরিসের।
১৯৯৯ সালের প্রথম খোঁজ মেলে বেন্নুর। তখনই একে ‘সম্ভাব্য বিপজ্জনক গ্রহাণু’র তালিকায় ফেলে দেওয়া হয়েছিল। এই বিষয়ে ‘ইকারাস’ জার্নালে বিস্তারিত গবেষণাপত্রও লিখেছেন নাসার জেট প্রপালশন ল্যাবের বিজ্ঞানী দাভিদ ফার্নোচিয়া। তাঁর কথায়, ‘ওসিরিক্স-রেক্সের পাঠানো তথ্যগুলি এতটাই নিখুঁত যে সেগুলির উপর ভিত্তি করে আমরা বেন্নুর ভবিষ্যতের গতিবিধি সম্পর্কে আরও সুনির্দিষ্ট পূর্বাভাস দিতে পারব।’ এর আগে এত নিখুঁতভাবে কোনও গ্রহাণুর কক্ষপথের মডেল বিশ্বে তৈরি হয়নি বলেই দাবি করেছেন দাভিদ।

16th     August,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ