সংস্থার নাম এখন মেটা,
জানালেন ফেসবুক কর্তা

সান ফ্রান্সিসকো: ইঙ্গিত আগেই মিলেছিল। সেই মতো বৃহস্পতিবার সংস্থার নাম বদলের কথা ঘোষণা করলেন ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গ। নতুন নাম ‘মেটা’। তিনি জানিয়েছেন,  সোশ্যাল নেটওয়ার্কের গণ্ডির মধ্যে আর আটকে থাকতে চাইছে না সংস্থা। তাই ভবিষ্যতের কথা মাথায় রেখেই নতুন ‘ব্র্যান্ড নেম’। সাম্প্রতিক সময়ে বারবার বিতর্কে জড়িয়েছে ফেসবুক। সেইসব থেকে শিক্ষা নিয়েই এগতে চান জুকারবার্গ। এদিন ডেভেলপারদের বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখার সময় তিনি বলেন, ‘আমরা নির্দিষ্ট প্ল্যাটফর্মে সীমাবদ্ধ ছিলাম। বিভিন্ন সামাজিক সমস্যারও মুখোমুখি হতে হয়েছে। এসবের থেকে অনেক কিছুই শিখেছি। এবার সেই শিক্ষাকেই কাজে লাগিয়ে পরবর্তী অধ্যায় তৈরিতে মনোনিবেশ করব। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের মেটাভার্স সংস্থা হিসেবেই গণ্য করা হবে বলে আমি আশাবাদী।’ একইসঙ্গে তিনি বলেছেন, ‘আমাদের অ্যাপ ও সংশ্লিষ্ট ব্র্যান্ড অপরিবর্তিতই থাকছে।’ অর্থাত্, নাম পরিবর্তনের ফলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে কিছু বদল আসছে না। শুধু মূল সংস্থার নাম বদলে যাচ্ছে। কিন্তু কী এই মেটাভার্স? তারও ব্যাখ্যায় জুকারবার্গ জানিয়েছেন, এখন থেকে আমাদের ব্যবসাকে দু’ভাগে ভাগ করব। একদিকে আমাদের অ্যাপ তো থাকছেই। অন্যদিকে, ভবিষ্যতের জন্য প্ল্যাটফর্ম তৈরিরও কাজ চলবে। তার অংশ হিসেবেই সংস্থার নতুন নাম রাখা হয়েছে। এর মাধ্যমে আমরা কারা ও কী করতে চাই, তা প্রতিফলিত হবে। তাই গর্বের সঙ্গে জানাতে চাই, আজ থেকে সংস্থার নাম মেটা। 
38Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা