বিনোদন

নিশ্চিত জীবন ছেড়ে অনিশ্চিতের পথে

• ছোটবেলা থেকেই মঞ্চে অভিনয় করতেন অভিনেতা মুকুল চাড্ডা। পড়াশোনা শেষ করে চাকরি সূত্রে আমেরিকা গিয়েছিলেন তিনি। কিন্তু হঠাৎই অভিনেতা হওয়ার ইচ্ছে মাথা চাড়া দিয়ে ওঠে। তাই নিশ্চিত জীবন ছেড়ে অনিশ্চয়তার পথে পা বাড়িয়েছিলেন মুকুল। সম্প্রতি ‘সানফ্লাওয়ার টু’, ‘ফেয়ারি ফোক’, ‘বিগ গার্লস ডোন্ট ক্রাই’— মুকুলের পর পর তিনটে প্রজেক্ট মুক্তি পেল। অভিনেতা হিসেবে আজ দর্শক তাঁকে চেনেন। সেই আনন্দ ভাগ করে নিয়ে মুকুল বললেন, ‘দুটো স্ট্রিমিং প্ল্যাটফর্মে, আর একটা ছবি বড়পর্দায় মুক্তি পেল। আর তিনটিই ভিন্ন ধারার কাজ। আমাকে তিনটি ভিন্ন চরিত্রে দেখা গিয়েছে। তাই আরও ভালো লাগছে।’
অভিনেতা হওয়ার বাসনা কি বরাবরই ছিল? মুকুলের জবাব, ‘তা ঠিক নয়। তবে স্কুল, কলেজ এমনকী চাকরি জীবনেও আমি মঞ্চে প্রচুর অভিনয় করেছি। নিউইয়র্কে থাকাকালীন একটা থিয়েটার গ্রুপ তৈরি করেছিলাম। ওখানকার এক নামজাদা নাট্য প্রতিষ্ঠানে আমি অভিনয় শিখেছি। অভিনয়ের প্রতি ঝোঁক ছিল, তা জানতাম। কিন্তু ধীরে ধীরে অনুভব করলাম যে এই ঝোঁকটা অনেক বেশি। তাই সব ছেড়ে নিজের ভাগ্য পরীক্ষা করতে মুম্বই চলে আসি।’ সুরক্ষিত জীবন ছেড়ে অনিশ্চয়তার জীবন বেছে নিতে ভয় করেনি? ‘ঝুঁকি ছিল। স্ট্রাগল করতে হয়েছিল। কাজ খুঁজতে হয়েছিল। আজও আমি স্ট্রাগল করে চলেছি।’ 
মুকুলের স্ত্রী রসিকা দুগ্গল বলিউডের অন্যতম অভিনেত্রী। স্ত্রীর সঙ্গে প্রথম জুটি তিনি ‘ফেয়ারি ফোক’ ছবিতে অভিনয় করেন। শ্যুটিংয়ে স্ত্রীর সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? মুকুলের জবাব, ‘আমি আর রসিকা এই ছবিতে দম্পতি। তাই আমাদের জন্য ছবিটা স্পেশাল। রসিকা অভিনেত্রী হিসাবে তুখোড়। ভালো অভিনেতার সঙ্গে কাজ করার আনন্দ সবসময় আলাদা। ওকে আমি সবসময় সম্মান করি। ওর প্রতি আমার আলাদা এক আস্থা আছে।’ ঘরের চার দেওয়ালের মধ্যে রসিকার সঙ্গে কি সৃজনশীল মতভেদ হয়? সশব্দে হেসে অভিনেতা বলেন, ‘আমরা একে অপরের সঙ্গে কাজ নিয়ে কথা বলি। একসঙ্গে বসে ছবি দেখি।’
চাকরি জীবন ছেড়ে পেশাদার অভিনেতা হওয়ার ভালো এবং মন্দ দিক কী? মুকুলের জবাব, ‘অভিনেতা হওয়ার সুবিধে হল, বিভিন্ন চরিত্রের মাধ্যমে অন্যের জীবন বাঁচার স্বাদ পাওয়া যায়। আর এই পেশার মন্দ দিক হল, অভিনেতার জীবন বড়ই অনিশ্চিত। আজ অনেক কাজ আছে। কাল কোনও কাজ না থাকতেও পারে। কোনও কিছু নিয়েই পরিকল্পনা করা যায় না।’ 
দেবারতি ভট্টাচার্য • মুম্বই
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা