বিনোদন

রাহুলের পাশে টলিউড

ফেডারেশনের নির্দেশে আগামী তিন মাস শ্যুটিং সংক্রান্ত কাজ করতে পারবেন না পরিচালক রাহুল মুখোপাধ্যায়। এসভিএফ-এর প্রযোজনায় তাঁর পরিচালিত পুজোর ছবির ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছিল। প্রযোজনা সংস্থা রাহুলকে ওই ছবিতে সৃজনশীল প্রযোজনার দায়িত্ব দেয়। এখনও পর্যন্ত যা খবর, সৌমিক হালদারের পরিচালনায় শীঘ্রই শুরু হবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য অভিনীত ওই ছবির শ্যুটিং। কিন্তু এই ব্যাপারে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস জানান, রাহুলের ক্রিয়েটিভ প্রোডিউসার পদে স্থলাভিষেক নিয়ে মঙ্গলবার বিকেলে পর্যন্ত ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়ার কাছে কোনও চিঠি আসেনি। স্বরূপবাবু বলেন, ‘পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে কার্যনির্বাহী প্রযোজক হিসাবে নিয়োগ করা হয়েছে, এই খবর জানিয়ে প্রযোজক সংস্থার তরফে আমাদের কাছে কোনও চিঠি বা ইমেল আসেনি। আপত্তি জানিয়ে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান আমাদের কাছে আবেদন জানাননি। শোনা বা সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে ফেডারেশন কোনও সিদ্ধান্ত নিতে পারে না। আগে কোনও না কোনও তরফ থেকে চিঠি আসুক তারপর ফেডারেশন বিষয়টি নিয়ে আলোচনায় বসবে।’ এই পরিস্থিতিতে টলিউডের একাংশ রাহুলের পাশে থাকার বার্তা দিয়েছেন। ডিরেক্টর অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার নির্দেশ নিয়ে আপত্তি জানিয়েছেন পরিচালক তথা প্রযোজক রাজ চক্রবর্তী। পরিচালক তথা অভিনেতা অঞ্জন দত্ত গোটা ঘটনার বিরোধিতা করে লিখেছেন, ‘একজন চলচ্চিত্র নির্মাতার কাজে বাধা দেওয়া বেআইনি ও নৈতিকতা বিরোধী।’ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের বার্তা, ‘কাউকে নিষিদ্ধ করা কোনও সমাধান হতে পারে না।’ পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় সমাজমাধ্যমে আবেদন জানিয়েছেন, রাহুলকে কাজ করতে দেওয়ার নিঃশর্ত অনুমতি দেওয়া হোক। আক্রমণাত্মক অভিনেতা ঋদ্ধি সেন। তিনি প্রশ্ন তুলেছেন, ‘এই ফেডারেশন কে? এরা কি তালিবান...।’ পরিচালক তথাগত মুখোপাধ্যায়, মানসী সিনহা, পাভেল সহ বহু শিল্পী ও কলাকুশলী ফেডারেশনের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। এই সমস্যার জট আপাতত কাটবে কি না, সেদিকেই তাকিয়ে বাংলা ইন্ডাস্ট্রি। 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা