সিনেমা

জুটিতে ৫০

‘ঋতুর আর আমার ৫০তম ছবি। এটা একসঙ্গে সেলিব্রেট করার মতোই বিষয়’—  এতটা পথ পেরিয়ে এসে একথা যিনি বলছেন, তাঁকে টলিউড ‘ইন্ডাস্ট্রি’ নামে ডাকতে ভালোবাসে। তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে তাঁর পর্দার রসায়নের ৫০তম ফল ‘অযোগ্য’। জুটি হিসেবে তাঁদের ৫০তম ছবি। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ও সুরিন্দর ফিল্মস প্রযোজিত এই ছবির ফার্স্টলুক মুক্তি পেল। 
গল্পের কেন্দ্রে রক্তিম মজুমদার। সাধারণ ব্যাঙ্ক চাকুরে। চাকরি খুইয়ে মরিয়া হয়ে চাকরির খোঁজ করছেন। বিপন্ন এই পরিস্থিতিতে সংসারের হাল ধরতে এগিয়ে আসে রক্তিমের স্ত্রী পর্ণা। জুটে যায় একটা চাকরি। আচমকা এই ‘সুখী’ দাম্পত্যে কালবৈশাখীর মতো প্রবেশ করে প্রসেন। তার বন্ধুত্বে কোন দিকে মোড় নেবে রক্তিম-পর্ণার রসায়ন?
প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির কাছেও এই ছবি ভীষণ স্পেশাল। নায়ক বলেন, ‘কৌশিকের মতো পরিচালকের সঙ্গে কাজ করা প্রত্যেক অভিনেতার কাছেই আনন্দের। সবচেয়ে বেশি স্পেশাল হল ঋতুর আর আমার ৫০তম ছবি। পর্দার ম্যাজিক আজও অব্যাহত। দর্শক এখনও আমাদের জুটিকে ভালোবাসছেন, এটাই প্রাপ্তি।’ ঋতুপর্ণার কথায়, ‘বছরের পর বছর ধরে দর্শক আমাদের জুটিকে ভালোবাসা দিয়েছেন। তাঁদের সমর্থন না থাকলে এটা সম্ভব হতো না। কৌশিকদার সঙ্গে কাজ করতে পারাও আশীর্বাদস্বরূপ।’ 
যাঁর কাঁধে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির ৫০তম ছবি তৈরির দায়িত্ব ছিল, সেই কৌশিক বলেন, ‘জুটি হিসাবে ওঁদের ৫০তম কাজ। এটাই তো ছবিটির অন্যতম ইউএসপি। এমন একটা ছবি পরিচালনা করতে পারা সৌভাগ্যের। অনেক গবেষণা করে করা একটা কাজ। আমার বিশ্বাস ঋতুপর্ণা ও প্রসেনজিৎকে এই ধরনের প্রেমের গল্পে আগে কখনও দেখেননি দর্শক।’
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা