সিনেমা

সলমন নামের ছাতা থেকে বেরিয়ে স্টার হতে চাই: আয়ুষ

তাঁর পরিচয়লিপি বেশ ওজনদার। জন্মসূত্রে কংগ্রেস নেতা পণ্ডিত সুখ রামের নাতি। অধুনা বিজেপি নেতা অনিল শর্মার পুত্র। ফলে তাঁর রক্তে রাজনীতি। অন্যদিকে তিনি আবার বলিউডের ভাইজান সলমন খানের ভগ্নিপতি। তিনি অর্থাৎ আয়ুষ শর্মা পেশা হিসেবে বেছে নিয়েছেন অভিনয়কেই। তিনশোটি অডিশনের পর ভাগ্যের চাকা গতি পেল তাঁর। ততদিনে অবশ্য সেলিম খানের দত্তক কন্যা অর্পিতাকে বিয়ে করেছেন আয়ুষ। তাঁর কথায়, ‘কাকতালীয় ঘটনা। আমি সত্যিই ভাগ্যবান।’ তাঁকে ধুমধাম করেই পর্দায় পেশ করেছিলেন সলমন। তবুও চলেনি আয়ুষের ডেবিউ ছবি ‘লাভযাত্রী’। বরং সলমন প্রযোজিত ‘অন্তিম’-এ তাঁকে পছন্দ হয়েছিল দর্শকের। এবার আয়ুষ তাঁবু ফেলেছেন সলমন সাম্রাজ্যের বাইরে। আজ শুক্রবার মুক্তি পেল তাঁর তৃতীয় ছবি ‘রুসলান’। 
 সলমন ক্যাম্প-এর ঘেরাটোপে ইতিমধ্যেই কি হাঁপিয়ে উঠলেন আয়ুষ? নাকি স্বজনপোষণের খোঁচায় এই সিদ্ধান্ত? ‘কোনওটাই না। নিজের পরিচিতি সকলেই তৈরি করতে চায়। সলমন ভাই আমাকে সুযোগ দিয়েছেন। সেজন্য আমি ওঁর কাছে আজীবন কৃতজ্ঞ থাকব। উনি বরাবর আমাকে বহন করুন, সেটা চাই না। ‘সলমন খান’র নামের ছাতার তলা থেকে বেরিয়ে স্টার ইমেজ তৈরি করতে চাই। যাতে উনি একদিন আমাকে নিয়ে গর্ব করতে পারেন।’ তবুও সলমন ভাই আয়ুষের ‘দ্রোণাচার্য’। কী শিখলেন গুরুর কাছে? আয়ুষের ছোট্ট জবাব, ‘পরিশ্রম’। অদূর ভবিষ্যতে শ্যালক-ভগ্নিপতি মিলে ছবি প্রযোজনার পরিকল্পনার কথা ফাঁস করলেন আয়ুষ। বললেন, ‘এই নিয়ে সলমন ভাই আর আমার কথাবার্তা অনেকদূর এগিয়েছে। আমরা দু’জনে একসঙ্গে ক্যামেরার সামনেও আসতে পারি। আবার ওঁর কোনও ছবি পরিচালনাও করতে পারি। সবটাই হবে যৌথ প্রযোজনায়।’ 
সম্প্রতি সলমনের বাড়িতে বন্দুকবাজের হামলায় উদ্বিগ্ন আয়ুষ বললেন, ‘আমাদের দু’জনের দুটো ব্যাপারে ভীষণ মিল। দু’জনেই কোনও হুমকি বা সমালোচনায় ভয় পাই না। আর সিনেমা ছাড়া থাকতে পারি না।’ এই ছবিতে আয়ুষের ভূমিকা তাঁর ভাষায়, ‘মিউজিক্যাল অ্যাকশন রকস্টার হিরো’র। যার একহাতে গিটার, অন্যহাতে বন্দুক। পার্সি ও রাশিয়ান ভাষায় ‘রুসলান’ শব্দের ইংরেজি তর্জমা ‘দ্য লায়ন’। আগামীদিনে সিংহবিক্রমেই কি বিচরণ করতে চান পর্দায়? ‘অ্যাকশন আমার পছন্দের জায়গা। কমেডি চরিত্রেও অভিনয় করতে চাই। আবার পারিবারিক ঘরোয়া ছবিতেও কাজ করার ভীষণ আগ্রহ আমার’, বললেন অভিনেতা। 
ব্যর্থতা আয়ুষকে ঘুরে দাঁড়াতে শিখিয়েছে। আত্মবিশ্বাসী অভিনেতা তাই আর পিছন ফিরে তাকাতে চান না। আয়ুষের কথায়, ‘সামনের রাস্তাটায় নিজের যোগ্যতায় এগিয়ে যেতে চাই।’
প্রিয়ব্রত দত্ত
ছবি: দীপেশ মুখোপাধ্যায়
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা