সিনেমা

এখন টেলিভিশন আর ডিরেক্টরস মিডিয়া নয়: রুবেল

একটা সময় টানা দেড়-দুই বছর চলত ধারাবাহিক। বদলে যাওয়া সময়ে ধারাবাহিকের মেয়াদ কমেছে অনেকটাই। তিন মাসেও বন্ধ হয়ে যাওয়ার নজির টেলিপাড়ার নতুন নয়। সেই আবহে সদ্য ৫০০ পর্ব পেরিয়ে গেল জি বাংলার ধারাবাহিক ‘নিম ফুলের মধু’। ধারাবাহিকের নায়ক রুবেল এককথায় স্বীকার করে নিলেন, ‘এটা আজকের দিনে দাঁড়িয়ে বড় পাওনা।’
টেলিভিশন কেরিয়ারের আট বছর পেরিয়েছেন রুবেল। একসময় পেশাদার নৃত্যশিল্পী ছিলেন তিনি। ধারাবাহিকের রুটিনে নাচ মিস করেন? হেসে বললেন, ‘এক সময় নাচ আমার সারাক্ষণের কাজ ছিল। এখন সেটা হয় না। ধারাবাহিকের মুখ্য চরিত্র করতে গেলে অন্য কাজের সময় পাওয়া যায় না। একটু খারাপ লাগা তো আছেই। তবে আমার নাচের বিষয়টা অনেকেই জানেন। সেজন্য আমার চরিত্রের সঙ্গে নাচকে মিশিয়ে দেওয়ার হয় অনেক সময়। এখানে আমার চরিত্রের নাম সৃজন। নাচ এর সঙ্গেও জুড়ে দেওয়া হয়েছে। তবে আগের মতো নাচ প্র্যাকটিস করা হয় না।’ 
প্রতিদিন কীভাবে নিজের পারফরম্যান্স আরও ভালো করা যায়, সে চেষ্টা করেন রুবেল। পাশাপাশি ইন্ডাস্ট্রিরও কিছু দায়িত্ব রয়েছে বলে মনে করেন তিনি। তাঁর কথায়, ‘আমি যখন কাজ শুরু করেছিলাম, ২৪ ঘণ্টাও কাজ হতো। আমার শোনা কথা, আগে টেলিভিশনের ক্ষেত্রে মিডিয়াটা অন্যরকম ছিল। ডিরেক্টরস মিডিয়া ছিল। একটা নিয়মে কাজ হতো। ওয়ার্কশপ করতেন শিল্পীরা। চরিত্র নিয়ে সকলের সঙ্গে আলোচনা করা হতো। সব বিভাগ নিজেদের কাজ সম্পর্কে সচেতন ছিল। কী কাজ করতে হবে, তারা তা আগে থেকে জানত। সময় নিয়ে কাজ করা হতো। এখন টেলিভিশন আর ডিরেক্টরস মিডিয়া নয়। সেটা সকলের ক্ষেত্রেই কঠিন হয়েছে। অভিনেতাদের প্রস্তুতির সময় কমে গিয়েছে। অনেকে হয়তো জানতেও পারে না, কালকে আমার কোন দৃশ্য রয়েছে। এটা নিয়ে একটু ভাবা উচিত বলে মনে হয়।’ তবে সহকর্মীদের প্রশংসাও করলেন তিনি। ‘আমাদের ইন্ডাস্ট্রিতে প্রত্যেকে এত দক্ষ, কম সময়ের মধ্যেও নিজেদের সেরা কাজটা করতে অভ্যস্ত হয়ে গিয়েছে। তবে আর একটু নিয়ম মেনে যদি কাজ হয়, তাহলে বোধহয় আরও ভালো হবে’, বললেন তিনি।
পরিবারের সদস্যদের মতামত কাজের ক্ষেত্রে রুবেলের কাছে গুরুত্বপূর্ণ। আর ইন্ডাস্ট্রিতে কার কথা শোনেন? অভিনেতা জবাব, ‘ইন্ডাস্ট্রিতে আমার খুব বেশি পরামর্শদাতা নেই। তবে শ্বেতার (অভিনেত্রী তথা রুবেলের প্রেমিকা) কথা আমি শুনি। কোনও সিন দেখে নিজে ফোন করলে খুব ভালো লাগে।’
স্বরলিপি ভট্টাচার্য
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা