সিনেমা

সোশ্যাল মিডিয়া ভয়ঙ্কর: সুধীর

মেলবন্ধন ঘটল ভারতীয় ও ফরাসি ভাষার চলচ্চিত্রের। কলকাতা সাক্ষী থাকল প্রথম ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যালের। নন্দন কর্তৃপক্ষ, ফরাসি দূতাবাস ও ‘আলিয়ঁস ফ্রঁসে দ্যু বেঙ্গল’-এর উদ্যোগে সম্প্রতি নন্দনে আয়োজিত হয়েছিল ন’দিন ব্যাপী এই চলচ্চিত্র উৎসব। শেষদিন উপস্থিত ছিলেন পরিচালক সুধীর মিশ্র, পরিচালক গৌতম ঘোষ, অভিনেত্রী মিয়া মেলজার সহ বিশিষ্টরা। নানা বিষয় নিয়ে একান্ত আলাপচারিতায় ধরা দিলেন পরিচালক সুধীর মিশ্র।

সহমত 
সম্প্রতি বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ কলকাতায় এসে বাংলা ছবির মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। অনুরাগের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক সুধীরের। এ বিষয়ে তাঁর মত কী? পরিচালক বললেন, ‘অনুরাগ আমার ভাই। ও ওভাবে কথাটা বলতে চায়নি। আসলে দেখতে গেলে সত্যি তো বাংলা সিনেমাকে যে উচ্চতায় দেখে এসেছি, তার থেকে বর্তমানে মান অনেকটাই পড়েছে। এ কথা অস্বীকার করার কোনও জায়গা নেই। সরকারেরও উচিত এগিয়ে আসা।’
আফওয়া 
গত বছর মুক্তি পেয়েছিল সুধীর পরিচালিত ছবি ‘আফওয়া’। সোশ্যাল মিডিয়ার ভুয়ো প্রচার, রটনাকে সামনে রেখে রাজনৈতিক প্রেক্ষাপটে ছবি তৈরি করেছিলেন পরিচালক। কোনও বাস্তব ঘটনার সঙ্গে মিল ছিল কি? উত্তরে বললেন, ‘না কোনও নির্দিষ্ট বাস্তব ঘটনা নয় ঠিকই। তবে দেশে যা হচ্ছে তা তো দেখাই যাচ্ছে।’ 
ভয়ানক সোশ্যাল মিডিয়া
ব্যক্তিজীবন হোক বা পেশাদার কাজে সুধীর সোশ্যাল মিডিয়াকে গুরুত্ব দেন? ‘অবশ্যই দিই। তবে ভীষণ ভয়ঙ্কর জিনিস। যিনি ব্যবহার করছেন, তাঁকে সবসময় সতর্ক থাকতে হয়। আবার ব্যবহার না করেও উপায় নেই’, অকপট পরিচালক। 
গেম চেঞ্জার ওটিটি
কোভিডের সময় থেকে ওটিটি বদলে দিয়েছে অনেক কিছু। সুধীরও সেটা স্বীকার করে নিয়ে বললেন, ‘ওটিটি গেম চেঞ্জার। এখনই এর বিকল্প পাওয়া মুশকিল। কত ধরনের চিন্তাধারা নিয়ে কাজ করা যাচ্ছে। কত নতুন মুখ সুযোগ পাচ্ছে। নওয়াজউদ্দিন সিদ্দিকি, মনোজ বাজপেয়ির মতো অভিনেতাদের নতুন করে চিনতে শিখলাম।’ 
ছবি ও রাজনীতি
রাজনৈতিক ছবি। এই শব্দবন্ধ উচ্চারিত হলে বলিউডে যে পরিচালকদের নাম মাথায় আসে, সেই তালিকায় সুধীর মিশ্রের স্থান উপরের সারিতে। একটি রাজনৈতিক ছবির পক্ষে কি সামগ্রিকভাবে বাস্তব পরিস্থিতি বদলে ফেলা সম্ভব? পরিচালকের মত, ‘না। একটা ছবির সেই ক্ষমতা নেই। জনমত তৈরি হতে আরও অনেক বিষয় প্রয়োজন। সিনেমা একা তা পারে না।’ ভবিষ্যতে আপনি কি ফের রাজনৈতিক ছবি তৈরি করবেন? তাঁর জবাব, ‘একটা পলিটিক্যাল স্যাটায়ার বানাতে চাই।’
ফিরে দেখা
সুধীর যে ধরনের সিনেমার জন্য পরিচিত, তা তৈরি করা কি এখন কঠিন? উত্তর যেন তৈরিই ছিল। ‘সব সময়ই কঠিন ছিল। ‘হাজারো খোয়াইশে অ্যায়সি’, ‘ধারাভি’র মতো ছবি তৈরি করতে আমাকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল। নিজ উদ্যোগে স্বতন্ত্র ছবি বানাতে গেলে এটা হবেই। তবে রাস্তা তৈরি করে নিতে হয় নিজের জন্য’, বললেন পরিচালক। তিনি জানালেন, জেপি মুভমেন্ট নিয়ে একটি সিরিজ তৈরি করছেন। এছাড়াও ভবিষ্যতে কমেডি নিয়ে কিছু করার ইচ্ছে রয়েছে তাঁর।
শান্তনু দত্ত  
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা