সিনেমা

‘লৌহকপাট’ বিতর্ক : প্রকাশ্যে কবির পারিবারিক কলহ

বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের পারিবারিক দ্বন্দ্ব প্রকাশ্যে এল। ‘পিপ্পা’ ছবিতে সম্প্রতি নজরুল সঙ্গীত ‘কারার ওই লৌহকপাট’-এর সুর বিকৃতি প্রসঙ্গে বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠক করেন খিলখিল কাজি ও কাজি অরিন্দম। নজরুল পুত্র কাজি সব্যসাচীর কন্যা, বর্তমানে বাংলাদেশের নাগরিক খিলখিল পরিবারের অন্যান্যদের বিরুদ্ধে আঙুল তুলেছেন। তিনি বলেন, ‘নজরুল ইসলামের কালজয়ী গানকে বিকৃতভাবে ব্যবহার করে সুরকার এ আর রহমান অত্যন্ত ঘৃণ্য ও গর্হিত কাজ করেছেন। তার চেয়েও দুর্ভাগ্যজনক হল, আমাদের পরিবারের একজন এই অন্যায় কাজের সঙ্গে যুক্ত।’ 
নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্র কাজি অনিরুদ্ধর ছেলে কাজি অরিন্দম সরাসরি তাঁর বড়দা কাজি অনির্বাণকে দোষারোপ করেছেন। তাঁর অভিযোগ, ‘গোটা ষড়যন্ত্রের মূলে ছিলেন আমার দাদা কাজি অনির্বাণ। তিনি এখন আমাদের মা প্রয়াত কল্যাণী কাজিকে ঢাল হিসেবে ব্যবহার করে সংবাদমাধ্যমে বলছেন, আমরা নাকি নজরুল ইসলামকে বিক্রি করে দিয়েছি।’ তাঁর আরও দাবি, ‘পিপ্পা ছবির গান শুনে আমি দাদাকে গত ৯ নভেম্বর ফোন করি। উনি পরদিন আমাকে মোবাইলে একটি চুক্তিপত্রের ছবি পাঠান।’ অরিন্দমের দাবি, এই চুক্তিপত্রটি সম্পূর্ণ ভুয়ো।  যা ২০২১ সালের ৮ সেপ্টেম্বর কল্যাণী কাজির নামে তৈরি করা হয়েছে। চুক্তিপত্রে কল্যাণী কাজির স্বাক্ষর থাকলেও কোনও তারিখ উল্লেখ করা নেই। আবার সাক্ষীর জায়গায় অনির্বাণ কাজির স্বাক্ষরের নীচে ৪ সেেপ্টম্বরের উল্লেখ রয়েছে। অরিন্দম বলেন, ‘এটি কোনও চুক্তিপত্রই নয়। আমরা আইনি পরামর্শ নিচ্ছি।’ ছবির প্রযোজনা সংস্থা ও কাজি অনির্বাণের বিরুদ্ধে আইনি পরামর্শ নিচ্ছেন বলে জানিয়েছেন অরিন্দম।  তিনি বলেন,  ‘এই গান বিকৃতির দায় পরিবারের তরফে কাজি অনির্বাণকেই নিতে হবে।’ 
গত সোমবার ছবির নির্মাতাদের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, চুক্তির ভিত্তিতেই স্বাধীনভাবে গানটির সুর বদল করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশের নজরুল ইনস্টিটিউটের গবেষক ও ট্রাস্টি সদস্য খিলখিল দাবি করেন, ‘অবিলম্বে হিন্দি ছবি ‘পিপ্পা’ থেকে ওই বিকৃত গান সরিয়ে দিতে হবে। সকল মাধ্যম থেকেও প্রত্যাহার করে নিতে হবে। যাতে পরবর্তী প্রজন্মের কাছে এমন বিকৃত গান না পৌঁছয়।’ তিনি আরও বলেন, ‘আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, এখানকার গুণী শিল্পী, গবেষক, অনুরাগীদের নিয়ে একটা বোর্ড গঠন করা হোক।’ সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন অরিন্দম পত্নী সুপর্ণা ভৌমিক, তাঁদের পুত্র ও কন্যা অভিপ্রায় ও অনুরাগ। 
প্রিয়ব্রত দত্ত
8Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা