সিনেমা

দেব যখন ‘বাঘাযতীন’

এক মুখ দাড়িগোঁফের জঙ্গল। উস্কোখুস্কো চুল। এই মানুষটিকে চেনেন কি? নানা রূপে দেখেছেন এই অভিনেতাকে। প্রতিবারই নিজেকে চ্যালেঞ্জ করতে ভালোবাসেন। এবার ‘বাঘাযতীন’ নিয়ে পুজোর বক্স অফিসে হাজির হবেন। দেব। একবার দেখে হয়তো চেনা মুশকিল। মুক্তি পেল এই ছবিতে দেবের নতুন লুক। 
গোটা ছবিতে দেবকে মোট ক’টা লুকে দেখা যাবে? রহস্য করে পরিচালক অরুণ রায় বললেন, ‘এখনও চারটে লুক দেখা গিয়েছে। আরও কিছু আছে হয়তো।’ গবেষণা করে চিত্রনাট্য তৈরি করতে এক বছরের উপর সময় লেগেছিল তাঁর। প্রথম থেকেই কি মুখ্য চরিত্রে দেবকে ভেবেছিলেন? অরুণ বললেন, ‘বাঘাযতীনের যা লুক, তাতে দেব ছাড়া এই মুহূর্তে টলিউডে আর কেউ কি আছে? চেহারা, লুক একইরকম চেয়েছিলাম। পাঁচ ফুট এক ইঞ্চির একটা লোক খালি হাতে বাঘ মেরে দিল, সেটা পর্দায় বিশ্বাসযোগ্য করে তুলতে হবে তো। ফলে প্রথম থেকে দেবের কথাই ভেবেছিলাম।’
অরুণের সব ছবিতেই বহু নতুন অভিনেতা কাজ করেন। এই ছবিও তার ব্যতিক্রম নয়। তিনি জানালেন, নতুন অভিনেতারা সব সময়ই সুযোগের অপেক্ষায় থাকেন। সুযোগ পেলে নিজেদের ১০০ শতাংশই দিয়ে কাজ করেন। অভিনেতা এবং প্রযোজক এই দুই সত্তায় দেবকে কেমন দেখলেন অরুণ? হেসে বললেন, ‘অভিনেতা দেবকে প্রথমদিন যখন দেখি তারপর যখন ডাবিংয়ে দেখি এই দুটো দেব সম্পূর্ণ ভিন্ন। অনেকখানি উন্নতি করেছে। ‘পাগলু’র দেব অন্য, ‘চাঁদের পাহা‌ড়’-এর দেব অন্য, ‘প্রজাপতি’র দেব আবার ভিন্ন। প্রতি মুহূর্তে উন্নতি করছে। অভিনেতা দেব প্রতিদিন খাটাখাটনি করে এবং উন্নতি করে। এটা সত্যি দারুণ ব্যাপার।’ প্রযোজক সত্তাকে যেন একটু বেশি নম্বর দিলেন। পরিচালকের কথায়, ‘এখনও পর্যন্ত যা কাজ করেছি প্রযোজক হিসেবে দেব সেরা। টেকনিক্যাল যা প্রয়োজন ও বলেছিল, চেয়ে নাও। বাঘ দিয়ে শুরু হয়েছিল। সেটা পৌঁছে গিয়েছিল কোটি টাকার বাজেটে। দেব বলেছিল, এটা তোমার চিন্তার বিষয় নয়।’
পুজোয় বেশ কিছু ছবি মুক্তি পাবে। বাঘাযতীন দেখতে দর্শক সিনেমা হলে কেন যাবেন? পরিচালকের জবাব, ‘বাঘাযতীন এবং দেব— এই কম্বিনেশনও যদি দেখতে দর্শক সিনেমা হলে না যান, তাহলে আমার মনে হয় এখানে বাঙালি আর সিনেমা হলে আসবেন না।’
10Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা