সিনেমা

ঋতুপর্ণার স্বপ্নপূরণ 

ইচ্ছেপূরণ
এও যেন এক ভালোবাসার ভৈরবী। যে রাগিনীতে নাড়া বেঁধে আছে গুরু-শিষ্যার আলাপ, জোড়, ঝালা, গৎ। প্রভাত রায়ের হাত ধরেই ‘শ্বেত পাথরের থালা’র মাধ্যমে বাংলা ছবির দুনিয়ায় পা রেখেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আজ তিনি ‘দত্তা’র বিজয়া। গত একত্রিশ বছরে সিনে দুনিয়ায় যাতায়াত অবাধ হয়েছে ঋতুপর্ণার। তবুও পুরনোকে ভোলেননি অভিনেত্রী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস নিয়ে তৈরি সিনেমা ‘দত্তা’র মুক্তির দিন ধার্য হতেই ছুটেছিলেন তাঁর প্রথম সিনেমার পরিচালকের বাড়ি। আবদার ছিল বহু প্রতীক্ষিত স্বপ্নের এ ছবির নিবেদক হতে হবে প্রভাত রায়কেই। অসুস্থতা সত্ত্বেও উচ্ছ্বসিত প্রভাত তখনই সম্মতি দিয়ে দেন তাঁর স্নেহধন্য নায়িকাকে। আপ্লুত ঋতুপর্ণা বললেন, ‘আমি অতীতকে ভুলিনি। প্রভাতদাই আমাকে পাদপ্রদীপের সামনে নিয়ে আসেন। উনি সাহিত্যধর্মী ছবি তৈরি করতে ভালোবাসতেন। আমি চেয়েছিলাম ‘দত্তা’র পোস্টারে সবার প্রথমে ওঁর নামটা থাকুক। আমার একটা ইচ্ছেপূরণ হল।’

স্বপ্নপূরণ
সাহিত্যধর্মী ছবি দিয়ে সিনেমার সংসারে পা রাখা। দীর্ঘ পরিক্রমায় মাঝে মধ্যেই ধ্রুপদী গল্প বা উপন্যাসের পাতা থেকে উঠে আসা চরিত্রে নিজেকে সাজিয়েছেন ঋতুপর্ণা। তবুও শরৎচন্দ্রের অমর সৃষ্টি বিজয়ার ভূমিকায় অভিনয় করার বাসনা তাঁর দীর্ঘদিনের। ঋতুপর্ণা বললেন, ‘এতদিনে সেই স্বপ্ন পূরণ হল।’ দীর্ঘদিনের বন্ধু তথা প্রচারসচিব নির্মল চক্রবর্তী ‘দত্তা’ নিয়ে ছবি তৈরির পরিকল্পনা করতেই ‘বিজয়া’র সঙ্গে যাপন শুরু অভিনেত্রীর। অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনাও করবেন বলে স্থির করেন ঋতুপর্ণা। এরপর? ‘আমার অনেকদিনের ইচ্ছে রাজলক্ষী ও শ্রীকান্তর রাজলক্ষ্মী হওয়া। দেখি সেই স্বপ্নটা সফল হয় কি না’, ঋতুপর্ণার হাসিতে শিশুর সারল্য।

আজকের নারী বিজয়া
ঋতুপর্ণার মতে ‘বিজয়া’ ভীষণভাবে সমকালীন। তাঁর ব্যাখ্যায়, ‘বিজয়া খুব দৃঢ়চেতা মহিলা। এই যুগের জন্য বিজয়া ভীষণ উপযুক্ত। যুগে যুগে নারীকে তার ভাবনা, চেতনা, ব্যক্তিত্ব, প্রয়োজনীয়তা, প্রাসঙ্গিকতা প্রমাণ করতে হয়েছে। আজও হচ্ছে। নিজেকে প্রমাণ করার জন্য বিজয়াকে যে ব্যক্তিত্বের জোর দেখাতে হয়েছে, সেটা সময়োপযোগী। বাইরে থেকে বিজয়াকে দেখে মনে হবে রুক্ষ, অথচ ভেতরে প্রচ্ছন্ন রয়েছে একটা সংবেদনশীল মন।’

সুচিত্রা বনাম ঋতুপর্ণা
১৯৭৬ সালে অজয় করের ‘দত্তা’য় অভিনয় করেছিলেন মহানায়িকা সুচিত্রা সেন। সম্ভাব্য তুলনার কথা মাথায় রেখেই ‘বিজয়া’ চরিত্রের চ্যালেঞ্জটা স্বেচ্ছায় গ্রহণ করেছেন ঋতুপর্ণা। বললেন, ‘উনি নমস্য। অভিনয়ে ওঁর ধারেকাছে পৌঁছতে পারিনি। এটা তুলনার যোগ্যই নয়। আমি আমার মতো করে চেষ্টা করেছি। বাকিটা দর্শক বলবেন।’ 
প্রিয়ব্রত দত্ত
ছবি : দীপেশ মুখোপাধ্যায়
14Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা