বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
সিনেমা
 

নিজের মতো

ঠাকুরমার শহরে দ্বিতীয় বার এলেন তিনি। আদরের ‘দাদি’র কাছে এ শহরের কিছু কিছু গল্প শুনেছেন ঠিকই, কিন্তু কলকাতাকে এখনও চেনেন না। সেই শখ পূরণ করতে চান সারা আলি খান। বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুরের নাতনি বৃহস্পতিবার দুপুরে কলকাতায় পা রেখে একাধারে নবাবি ঘরানার কৌলিন্য অন্যদিকে সাধারণের সঙ্গে মিশে যাওয়ার ক্ষমতাকে যেন স্পষ্ট করলেন। শহরে একটি অলঙ্কার বিপণির গুণগান গাইতে গিয়ে বললেন, ‘আমি এবার শহরটাকে নিজের মতো করে চিনতে চাই। দাদির জন্মভূমি। কর্মভূমিও।’ শহরে এসেই ফুচকা, ঝালমুড়ির খোঁজ করলেন। ভিকি কৌশলের সঙ্গে তাঁর নতুন ছবি ‘জারা হাটকে জারা বাঁচকে’ নিয়ে তিলোত্তমার আগ্রহকেও যেন মেপে নিতে চাইলেন। 
সইফ আলি খান এবং অমৃতা সিংয়ের মেয়ে সারা বড় হয়েছেন বিচ্ছিন্ন সম্পর্ককে সঙ্গী করে। বাবা-মায়ের দাম্পত্য বিচ্ছেদ। পরিবার থেকে দূরে একাকী বেড়ে ওঠার নিঃসঙ্গতা। বলিউডে নিজেকে প্রমাণ করার তাগিদ। সবকিছু সারাকে সইতে হয়েছে নিজের মতো করে। তাই হয়তো ছবির মূল বিষয়বস্তু ব্যাখ্যা করতে গিয়ে সারা বলেন, ‘আমি একটা ঘর চাই। এই ছবিটা যৌথ পরিবারের গল্প। যার মধ্যে হাসি, মজা, নাটকীয়তা আর অনেকটা ভালোবাসার কথা বলা আছে।’ 
জন্মসূত্রে একান্নবর্তী পারিবারিক পরিমণ্ডল পেয়েও জীবনের প্রাথমিক পর্বে সেই অন্দরমহলকে ছুঁতে পারেননি সারা। ছবির গল্প শোনাতে গিয়ে নায়িকা বললেন, ‘আজকের দিনে প্রত্যেকের একটা নিজস্ব স্পেস থাকা খুব জরুরি।’ তারপরেও থেকে যায় সম্পর্কের বুনিয়াদ। একে অপরের প্রতি আস্থা, বিশ্বাস, ভরসার দৈনন্দিন। এই পারস্পরিক বাঁধনটা যত মজবুত হবে পরিবার ততই সুখী হবে। এই কথাটাই ছবিতে বলার চেষ্টা করা হয়েছে। সারার দাবি, এই ছবি ভারতের মধ্যবিত্ত জীবনের গল্প।  
ঠাকুরমার ‘আরাধনা’, ‘অ্যান ইভনিং ইন প্যারিস’ কিংবা দিন কয়েক আগে ওটিটিতে মুক্তি পাওয়া ‘গুলমোহর’-এর প্রশংসা শোনা গেল সারার গলায়। অভিনেত্রী হয়ে ওঠার জার্নিতে কার ছায়া রয়েছে? শর্মিলা, সইফ নাকি অমৃতা? সারার উত্তর, ‘সিনেমা একটা সুন্দর সফর। ওঁরা প্রত্যেকেই অনুপ্রাণিত করেন একথা সত্যি। আবার ওঁরা প্রত্যেকেই আমাকে বলেছেন বি ইয়োরসেল্ফ, বি অরিজিনাল।’ 
সদ্য কান চলচ্চিত্র উত্সবের লাল গালিচায় অভিষেক হয়েছে সারার। উচ্ছ্বসিত সারা জানালেন, দারুণ অভিজ্ঞতা হয়েছে তাঁর। তবে চলতি বছর ওই ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে বিতর্কও কম হয়নি। নন্দিতা দাস, বিবেক অগ্নিহোত্রী সরাসরি কটাক্ষ করেছিলেন, সিনেমার থেকেও ওই মঞ্চে বেশি গুরুত্ব পাচ্ছে ফ্যাশন। সে প্রশ্ন উঠতে সারা বলেন, ‘আমি ওঁর মতকে সম্মান করি।’ 
প্রিয়ব্রত দত্ত     ছবি: দীপেশ মুখোপাধ্যায়

26th     May,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
প্রচ্ছদ নিবন্ধ