বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
সিনেমা
 

মানসিক অবসাদে ভুগতেন!

বলিউড তারকারা এখন মানসিক অবসাদ বা ডিপ্রেশন নিয়ে খোলাখুলি কথা বলেন। সম্প্রতি এই নিয়ে মুখ খুলেছেন হৃতিক রোশন। ২০১৯ সালে অ্যাকশন-থ্রিলার ‘ওয়ার’ ছবির জন্য প্রস্তুতি নিতে গিয়ে তিনি একেবারে ডিপ্রেশনের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন বলে জানিয়েছেন। অসম্ভব ফিটনেস ফ্রিক হৃতিক। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবির জন্য নিজেকে তৈরি করতে বাড়তি অ্যাড্রিনালিন ক্ষরণ করতে হয়েছিল তাঁকে। 
‘ওয়ার করার সময় ভেবেছিলাম, আমি বোধহয় মারা যাচ্ছি। নিজেকে এত হালকা লাগত! এই ছবির জন্য নিজেকে তৈরি করাটা সত্যিই এক বিরাট চ্যালেঞ্জ ছিল। পারফেকশনে পৌঁছনোর জন্য প্রাণপণ চেষ্টা করেছিলাম। হয়তো ছবিটার জন্য প্রস্তুত ছিলাম না। ছবির শ্যুটিং শেষ হওয়ার পর খুব ক্লান্ত অনুভব করতাম’, ফিটনেস ট্রেনার ক্রিস গেথিনকে দেওয়া একটি পডকাস্ট সাক্ষাৎকারে বলেছেন ‘কহো না পেয়ার হ্যায়’ ছবি দিয়ে ইন্ডাস্ট্রিতে পা রাখা অভিনেতা। ছবির কাজ শেষ করার পর তিন-চার মাস ফিটনেস ট্রেনিং করতে পারেননি বলেও জানিয়েছেন হৃতিক।  
তাঁর কথায়, ‘কিছুই ভালো লাগত না। হতাশা গ্রাস করত। প্রায় ডিপ্রেশনের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলাম। যেন নিজেকে হারিয়ে ফেলছিলাম। তখনই ঠিক করি এবার কিছু একটা পরিবর্তন করতে হবে’, ওই সাক্ষাৎকারে বলেছেন হৃতিক। সাক্ষাৎকার নিতে নিতেই গেথিন বলেন, সেই ছবির প্রস্তুতিপর্বে টানা সাত মাস একটা দিনও ট্রেনিং শিডিউল থেকে ছুটি নেননি অভিনেতা।  
সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের ‘টোনড বডি’র ছবি পোস্ট করে ঝড় তুলে দিয়েছেন বলিউডের গ্রিক গড। সাধারণ ভক্তরা তো বটেই , ৪৮ বছর বয়সি অভিনেতার এহেন প্যাকে ফিদা অনিল কাপুর থেকে অভিষেক বচ্চন। আর হৃতিকের ফিটনেস ট্রেনার গেথিন কমেন্ট বক্সে লিখেছেন, ‘মাত্র ৮ সপ্তাহে হৃতিক এই চেহারা তৈরি করেছেন। এ তো সবে শুরু।’

6th     January,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
প্রচ্ছদ নিবন্ধ