সিনেমা

ফেস্টিভ্যালের ডায়েরি

অমিতাভকে ভারতরত্ন দেওয়ার দাবি
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দেওয়ার দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বক্তব্যের শুরুতেই মুখ্যমন্ত্রী বলেন, ‘অমিতাভ বচ্চনকে অবশ্যই ভারতরত্ন দেওয়া উচিত। সেই দাবি উঠুক বাংলা থেকেই। উনি দীর্ঘদিন ধরে কাজ করছেন।’ এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা ও আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। অমিতাভ বচ্চনের প্রশংসা করে তিনি বলেন, ‘আমাদের উচিত তাঁকে জাতীয় আইকন হিসেবে সম্মান জানানো। একই সঙ্গে শাহরুখ খান হচ্ছেন আমাদের ন্যাশনাল স্টার।’ এদিন মুখ্যমন্ত্রী শাহরুখ খানকে নিজের ভাই বলে সম্বোধন করেন।

মুখ্যমন্ত্রীর লিপে ফাইভ হান্ড্রেড মাইলস
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের উদ্বোধনী মঞ্চে নৃত্য পরিবেশন করছেন ডোনা গঙ্গোপাধ্যায়। তার আগে ছিল অমিতাভ বচ্চনের ব্যারিটোন গলায় স্তোত্রপাঠ। তারপর বেজে উঠল সেই বিখ্যাত গান ‘ফাইভ হান্ড্রেড মাইলস’। ক্যামেরা তখন প্যান করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। ব্যাকগ্রাউন্ডে গান হচ্ছে। আর ঠোঁট নড়ছে মুখ্যমন্ত্রীর। তিনিও গাইছেন ‘... হান্ড্রেড মাইলস’। চোখ তখন মুগ্ধ হয়ে দেখছে নৃত্যানুষ্ঠান। বহু গান তাঁর কাছ থেকে শোনার সৌভাগ্য আগেও হয়েছে মানুষের। এবার সেই তালিকায় সংযোজন এই সাড়া জাগানো গানটিও।

বললেন শাহরুখ, লিখলেন রানি
তিনি দিদিকে কথা দিয়েছিলেন-‘পশ্চিমবাংলাতে এলে বাংলাতেই কথা বলবেন। কিন্তু কে তাঁকে বাংলায় লিখে দেবেন? বিপদেই পড়েছিলেন শাহরুখ খান। নিরুপায় খান শেষে রানি মুখোপাধ্যায়কে ধরলেন। রানি ঝড়ঝড়ে বাংলায় লিখে দিলেন একটা লেখা। সেইটাই চলচ্চিত্র উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে এসে পড়লেন শাহরুখ। পড়ার সময় ঠাট্টা করে বললেন, ‘বাংলা ভালো বললে আমার প্রশংসা করবেন। খারাপ হলে রানির সব দোষ।’ এত ভাল লেখা এবং সেটা পড়ার পর রানিকে দোষ দেয় কার সাধ্য। দিতেও পারেনি কেউ। সে লেখা দেখে শাহরুখ থেমে থেমে বললেন, ‘প্রথমে কলকাতা এসে খুব ভালো লাগছে। দিদি, দাদা, কলকাতার জামাইবাবু গ্রেট অমিতাভ বচ্চন আর জয়া আন্টিকে এই মঞ্চে দেখে খুবই ভালো লাগছে। অনেকদিন দেখা হয়নি তো। সুন্দর রানিকে দেখে আমি খুব খুশি।’

অমিতাভের মাথাটা এখনও ঠিক আছে
অমিতাভকে নিয়ে নাকি নাজেহাল জয়া বচ্চন। আর সামলাতে পারছেন না স্বামীকে। চলচ্চিত্র উত্সবের উদ্বোধনী মঞ্চে এই অভিযোগটাই জানালেন অমিতাভ পত্নী। বললেন, ‘দু’বছর আগে আসার কথা ছিল। কী যে করে জানি না! আজ পা ভেঙে গেল। কাল ভেঙে গেল হাত। মাথাটা যে ঠিক আছে এটাই যথেষ্ঠ।’ গত কয়েকবছর করোনার জন্য কলকাতায় আসতে পারেননি অমিতাভ। তবে কলকাতা তাঁর হৃদয়ে। জয়া নিজেই বলছিলেন, ‘তিন বছর ধরে ভেবে ভেবে সমস্ত কথা বুকে আর পেটে ভরে সব নিয়ে এসেছে। শুনলেন সেগুলোই।’
19Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা