বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
সিনেমা
 

এক টুকরো ভারত

বিয়ের পর আমেরিকায় সংসার করলেও নিজের শিকড়কে ভুলে যাননি প্রিয়াঙ্কা চোপড়া। এবারে সেই ‘দেশের মাটি’র গন্ধকেই যেন মার্কিন জনজীবনে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিলেন ‘দেশি গার্ল’। শুরু করলেন নিজস্ব টেবিল ওয়্যার কোম্পানি। নাম ‘সোনা হোম’। রান্নাঘর বা ডাইনিংয়ের বিভিন্ন আসবাব তৈরি করবে এই সংস্থা। এই নতুন উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘ভারত থেকে এসে আমেরিকাকে নিজের দ্বিতীয় বাড়ি হিসেবে আপন করে নেওয়াটা আমার কাছে খুব কঠিন ছিল। কিন্তু এখানে আমি আমার পরিবার ও নতুন বন্ধুদের পেয়েছি। যা কিছুই করি না কেন, সেখানে সব সময় ভারতের একটা ছোঁয়া রাখার চেষ্টা করি। এবারেও তার অন্যথা হবে না।’
প্রিয়াঙ্কার এই নতুন পদক্ষেপকে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা স্বাগত জানিয়েছে। অভিনেত্রী আরও লিখেছেন, ‘আতিথেয়তা ভারতীয় সংস্কৃতির অন্যতম পরিচিতি। মানুষকে এক ছাদের তলায় নিয়ে আসা। আমার এই নতুন উদ্যোগের মাধ্যমেও এই বিষয়গুলোকে তুলে ধরা হবে।’ 

24th     June,   2022
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
প্রচ্ছদ নিবন্ধ