বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রঙ্গভূমি
 

বাংলাদেশের নাটকের উৎসব 

এবছর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ। বাংলাদেশের মুক্তিসূর্য সেই মুজিবার রহমানকে শ্রদ্ধা জানাতে আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত দক্ষিণ কলকাতার তপন থিয়েটারে বসছে বাংলাদেশের একগুচ্ছ নাটকের আসর। মোট সাতটি দল আসছে বাংলাদেশ থেকে। দলগুলি হল থিয়েটার ফ্যাক্টরি। এদের প্রযোজনা ‘আষাঢ়স্য প্রথম দিবসে’। স্বপ্নদল মঞ্চস্থ করবে ‘ত্রিংশ শতাব্দী’। দিনাজপুর নাট্য সমিতি মঞ্চস্থ করবে ‘কণক সরোজিনী’। এম্পটি স্পেসের প্রযোজনা ‘নিউ টেস্টামেন্ট অব রোমিও অ্যান্ড জুলিয়েট’। আরশিনগর মঞ্চস্থ করবে ‘রহু চণ্ডালের হাড়’। তন্নিষ্ট নাটুয়ার নাটক ‘হাত বাড়িয়ে দাও’ ও এবং সময়ের ‘ভাগের মানুষ’। এই সাতটি প্রযোজনার মধ্যে পাঁচটইি নতুন এবং দর্শক প্রশংসিত। গোটা উৎসবটিই কলকাতার নাট্যদল অনীক-এর দ্বাবিংশ ‘গঙ্গা যমুনা নাট্য উৎসব’-এর একটি অঙ্গ এবং সাতটি পর্যায়ের শেষ পর্যায়। সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের প্রসারে এই নাট্য উৎসব আয়োজন বলে জানিয়েছেন অনীকের সম্পাদক ও নির্দেশক অরূপ রায়।  

22nd     February,   2020
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ