বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর

প্রসেনিয়ামের থিয়েটার ফেস্টিভ্যাল 

প্রসেনিয়াম’স আর্ট সেন্টার ও বিভাবন যৌথ উদ্যোগে গত ১৩ থেকে ১৭ নভেম্বর এক থিয়েটার উৎসবের আয়োজন করে। তাদের নিজস্ব সেন্টারে আয়োজিত এই উৎসবে ১১টি নাট্যদলের থিয়েটার মঞ্চস্থ হয়। উৎসবের দিনগুলিতে সংবর্ধনা দেওয়া হয় প্রকাশ ভট্টচার্য, কৃতি মজুমদার, শুভাশিস খামাড়ু, কল্লোল ভট্টাচার্য ও নির্মল হাজরাকে। সম্মানীয় অতিথি হিসাবে অধ্যাপক আনন্দলাল বসু উপস্থিত ছিলেন। তিনি ওই স্থানটির ঐতিহ্যের কথা স্মরণ করে বলেন, এখানে একটি প্রেস ছিল, যেখানে মাইকেল মধুসূদন দত্তের কালজয়ী নাটকগুলি ছাপা হয়েছিল।
উৎসবের প্রথমদিনে একটি, দ্বিতীয়দিনে দুটি এবং অন্যান্য দিনগুলিতে তিনটি করে নাটক প্রদর্শিত হয়। বিজয় তেন্ডুলকরের লেখা ও আমন জয়সওয়াল নির্দেশনার ব্ল্যাক কার্টেন গ্রুপ থিয়েটারের ‘সখারাম বাইন্ডার’ এবছরের সেরা উপস্থাপনা বলে বিবেচিত হয়। দ্বিতীয় দিনে সুমিত বন্দ্যোপাধ্যায় নির্দেশিত আসানসোল উদ্যানের ‘ভাষার নাম শুকতারা’ তপন দাশের নির্দেশনায় খড়দা থিয়েটার জোনের ‘ঘরে বাইরে’, বিভাবনার ‘তবুও আমরা’, সন্দীপ বসুর নির্দেশনা ও ফ্যাক্ট গ্রুপের ‘এক্সপ্রেশন ইন আওয়ার টাইম’, অল্টারনেটিভ লিভিং থিয়েটারের প্রযোজনায় ও প্রবীর গুহর নির্দেশনায় ‘কালারস অব লাভ’, কলকাতা রঙ্গ শীর্ষের পক্ষ থেকে মনোজ মিত্র নির্দেশিত ‘আহুতি’, ভীমরতি গ্রুপের প্রযোজনায় প্রশান্তর নির্দেশনায় ‘আর্টিকল ২৫’, ক্রিয়েটিভ সার্কেল গ্রুপ প্রযোজিত ও তৈয়ব নৌমানি নির্দেশিত ‘সুরজ ডুব গায়া’, এবং সাগর দাসের নির্দেশনায় ‘খোঁজ’, এবং শেষে জি থিয়েটার প্রযোজিত শঙ্খ ঘোষ নির্দেশিত ‘অন্ধযুগ’, শতাব্দী গ্রুপের ‘উদ্যোগ পর্ব’, ও বিভাবনের ‘তবুও আমরা’ প্রদর্শিত হয়। প্রতিটি নাটকের মধ্যে সচেতনার একটা বার্তা দেওয়া হয়। যে গল্পগুলি সমাজ, সমসাময়িক নারী, সম্পর্ককে ঘিরে আবর্তিত।
বিশেষ প্রতিনিধি 
60Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বাক্য ও ব্যবহারের রুক্ষতায় শত্রু বৃদ্ধির যোগ। হাতের গুরুত্বপূর্ণ কাজগুলি তাড়াতাড়ি করে  ফেলতে চেষ্টা করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.৭২ টাকা
পাউন্ড১০৬.৪৭ টাকা১১০.২১ টাকা
ইউরো৮৮.৭৮ টাকা৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা