খেলা

শেষপর্বের গোলে মানরক্ষা মোহন বাগানের

অম্বরীশ চট্টোপাধ্যায়, কলকাতা: দ্বিতীয়ার্ধের সংযোজিত সময় চলছে। ঘরের মাঠে তখনও পিছিয়ে মোহন বাগান। ইউস্তের ব্যাক হেড সাদিকু জালে জড়াতেই ২-২। গর্জে উঠল যুবভারতী। জার্সি উড়িয়ে আলবেনিয়ার স্ট্রাইকার তখন পাগলের মতো ছুটছেন। স্বপ্নের দৌড়। পিছিয়ে পড়েও অবিশ্বাস্য কামব্যাক। প্রত্যাবর্তনের হুঙ্কার। বদলার ম্যাচে ৯০ মিনিট পরেও উত্তপ্ত পরিস্থিতি। হাতাহাতিতে জড়ালেন ফেরান্দো ও লোবেরা। ম্যাচ শেষে মার্চিং অর্ডার দেওয়া হয় ফেরান্দো ও ডিয়েগো মরিসিওকে। আসলে শেষ বাঁশি বাজার পর মোহন বাগান কোচের সঙ্গে কথা কাটাকাটি হয় রয় কৃষ্ণার। সেখান থেকেই শুরু ঝামেলা। এমনকী, ফেরােন্দাকে ধাক্কা দেন ফিজি তারকা। সবমিলিয়ে ঘটনার ঘনঘটায় জমজমাট বুধবারের যুবভারতী। আর পেত্রাতোস ও বোমাসের অনুপস্থিতিতে এই ড্র বাড়তি তৃপ্তি দেবে সমর্থকদের। নৈতিক জয় যে তাঁদেরই প্রিয় দলের। ছয় ম্যাচে ১৬ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে পালতোলা নৌকা। এক ধাপ পরেই ওড়িশা (আট ম্যাচে ১৪ পয়েন্ট)। 
বৃষ্টিভেজা মাঠে শুরুতেই বিপত্তি। খেলা শুরুর আগে ঝটকা মোহন বাগানের। ওয়ার্ম-আপে চোট পেলেন হুগো বোমাস। তিনি না থাকায় মাঝমাঠের দফারফা। মিডল করিডরে খেলা তৈরিই হল না। প্রাথমিক ধাক্কা কাটিয়ে লিড নেওয়ার সুযোগ পেয়েছিলেন সাদিকু। কিয়ানের পাস গোলপোস্টের উপর দিয়ে উড়িয়ে দিলেন আলবেনিয়ার স্ট্রাইকার। খুচরো ফাউলে লিস্টনদের দমিয়ে দিলেন জেরি। সের্গিও লোবেরার দলের প্রথমিক স্ট্র্যাটেজি ছিল পাওয়ার ফুটবলে প্রতিপক্ষের মনঃসংযোগ নষ্ট করা। সেই ফাঁদে পা দিলেন সাদিকুরা। ওড়িশা লিড পেল ৩১ মিনিটে। বক্সের মধ্যে পুইতের হেড হাতে লাগে শুভাশিসের। স্পটকিক থেকে লক্ষ্যভেদে ভুল হয়নি আহমেদ জাহু (১-০)। মরক্কান মিডিও ওড়িশার ফুসফুস। লম্বা পাসে সুইচ ওভারে দক্ষ। এদিনও ফালাফালা করে দিলেন ফেরান্দোর স্ট্র্যাটজি। প্রথমার্ধের সংযোজিত সময়ে দ্বিতীয় গোল ও঩ড়িশার। হামিলদের বোকা বানিয়ে জাল কাঁপালেন সেই জাহু (২-০)। এই পর্বে সাহালের চোট ফেরান্দোর চাপ আরও বাড়িয়ে দিল। বাধ্য হয়েই গ্লেন মার্টিন্সকে মাঠে নামান স্প্যানিশ কোচ। দুর্ভোগ তখনও বাকি ছিল। ১৩ মিনিটের কনুইতে চোট পেয়েছিলেন অনিরুদ্ধ থাপা। ব্যথা বাড়তেই বাধ্য হয়ে তাঁর বদলে হামতেকে নামানো হয়। উল্টোদিকে ৫৫ মিনিটে কুঁচকির চোট নিয়ে জাহু মাঠ ছাড়তেই কেঁপে গেল ওড়িশা। ৫৮ মিনিটে বুদ্ধিদীপ্ত গোলে ব্যবধান কামালেন সাদিকু (২-১)। বাঁ পায়ের ছোবল নড়তে দেয়নি অমরিন্দরকে। কুঁকড়ে থাকা কামিংসরা এবার খোলস ছাড়লেন। আক্রমণে ঝাঁঝ বাড়তেই চাপে পড়ল লোবেরার দল। দীর্ঘকায় ইউস্তেকে বিপক্ষ বক্সে পাঠিয়ে পাল্টা চাল ফেরান্দোর। শেষ পর্বে পরের পর নাটক। প্রাঞ্জলের শট অবিশ্বাস্য সেভ বিশালের। প্রতি আক্রমণে সাদিকুর লক্ষ্যভেদ মান বাঁচাল (২-২)।
মোহন বাগান: বিশাল, শুভাশিস, হামিল, ইউস্তে, আশিস, সাহাল (গ্লেন, দীপক), অনিরুদ্ধ (হামতে), লিস্টন, সাদিকু, কামিংস ও কিয়ান (সুহেল)।
 
মোহন বাগান-২              :                 ওড়িশা এফসি-২
(সাদিকু-২)                                             (জাহু-২
)
11Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা