খেলা

নর্থইস্টকে পাঁচ গোল দুরন্ত ইস্ট বেঙ্গলের

সঞ্জয় সরকার, কলকাতা: ম্যাচ তখন গুটিগুটি পায়ে ৬৪ মিনিটে এসে পৌঁছেছে। তিন গোলে জিতছে ‘স্পর্ধার ইস্ট বেঙ্গল’। বহুদিন পরে লাল-হলুদ সমর্থকদের মুখে হাসি, হাতে জ্বলন্ত মশাল। সাম্প্রতিক ব্যর্থতার কানাগলি থেকে তাঁরা খুঁজে পেয়েছেন এক চিলতে আশা। আর তার নায়ক ম্যাচের সেরা ক্লেটন সিলভা। ৬৬ মিনিটে তাঁর ডান পায়ের পুশ জালে জড়াতেই দৌড়লেন সম্প্রচারকারী ক্যামেরার দিকে। উচ্ছ্বাসের মধ্যেই দু’কানের পাশে হাত দিয়ে সেলিব্রেশন সম্পূর্ণ। এই উচ্ছ্বাসের মধ্যে তৃপ্তির পাশাপাশি ছিল আত্মবিশ্বাস ফিরে পাওয়ার আরাম। গত কয়েকটি ম্যাচে ব্রাজিলিয়ানের পারফর‌ম্যান্স আহামরি ছিল না। স্বাভাবিকভাবেই সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাঁকে। কিন্তু সোমবারের যুবভারতী মাতিয়ে দিলেন তিনি। জোড়া গোল ক্লেটনের ঝুলিতে। আর তারই সৌজন্যে ৩০ সেপ্টেম্বরের পর আইএসএলে জয়ে ফিরল ইস্ট বেঙ্গল। সেই সঙ্গে নর্থইস্টকে পাঁচ গোলের মালা পরিয়ে টুর্নামেন্টের ইতিহাসে নিজেদের সবচেয়ে বড় ব্যবধানে জয় তুলে নিল কুয়াদ্রাত-ব্রিগেড। লিগ টেবিলে সপ্তম স্থানে উঠে এল ইস্ট বেঙ্গল। ক্লেটনের পাশাপাশি জোড়া লক্ষ্যভেদ নন্দ কুমারের। এছাড়া স্কোরশিটে নাম তোলেন বোরহা হেরেরা। সাত ম্যাচে ইস্ট বেঙ্গলের পয়েন্ট আট। 
ডুরান্ড কাপের সেমি-ফাইনালে নর্থইস্টের বিরুদ্ধে দু’গোলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ায় ইস্ট বেঙ্গল। এদিন গোল তুলে নেওয়ার লক্ষ্যে আক্রমণাত্মক ফুটবল মেলে ধরেন ক্লেটনরা। চোটের কারণে মহম্মদ আলি বেমাম না খেলায় নর্থইস্ট মাঝমাঠকে অগোছাল দেখায়। সেই সুযোগ কাজে লাগিয়ে ১৪ মিনিটে দলকে এগিয়ে দেন বোরহা। মাঝমাঠের সামান্য উপরে বিষ্ণুর পাস ধরে ইনসাইড ডজে মার্কারকে বোকা বানিয়ে বাঁপায়ে দুরন্ত শটে জাল কাঁপান তিনি (১-০)। 
বেঙ্গালুরু ও গোয়ার বিরুদ্ধে শুরুতে লিড নিয়েও তা ধরে রাখতে ব্যর্থ হয়েছিল ইস্ট বেঙ্গল। ভুল থেকে শিক্ষা নিয়ে এদিন ব্যবধান বাড়ানোর উপর বাড়তি জোর দেন ক্লেটনরা। ১৮ মিনিটে সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি বিষ্ণু। তবে ২৪ মিনিটে তাঁর ক্রস থেকেই দুরন্ত হেডে ব্যবধান বাড়ান ক্লেটন (২-০)। এই পর্বে মাঝমাঠে সাউল ক্রেসপোর সঙ্গে শৌভিকের দুরন্ত বোঝাপড়া বাকিদের কাজ সহজ করে দেয়। তবে গোলের সুযোগ এসেছিল নর্থইস্টের সামনেও। দুই লাল-হলুদ ডিফেন্ডারকে কাটিয়ে গোলের জন্য ইবসন বল সাজিয়ে দেন নেস্টর রজারকে। তবে স্প্যানিশ মিডিও তা গোলে ঠেলার আগে বিপন্মুক্ত করেন শৌভিক। দ্বিতীয়ার্ধে  গতি বাড়াতে বিষ্ণুর পরিবর্তে নন্দকে মাঠে নামান কুয়াদ্রাত। নেমেই গোলের সুযোগ চলেছিল তাঁর কাছে। প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও সোজা তাঁর হাতে মারেন নন্দ। তবে সেই ভুল শুধরে ৬২ মিনিটে গোল এই উইঙ্গারের। মহেশের ঠিকানা লেখা পাস থেকে দুরন্ত ফিনিশ তাঁর (৩-০)। চার মিনিট বাদে তাঁর বাড়ানো বল থেকে ম্যাচে জোড়া গোলটি সেরে ফেলেন ক্লেটন (৪-০)। আর ৭৭ মিনিটে নর্থইস্টের কফিনে শেষ পেরেকটি পোঁতেন নন্দ কুমার (৫-০)। অন্তিম লগ্নে স্পটকিক পেয়েও নষ্ট করলেন নর্থইস্টের নেস্টর। তাই ডাবল খুশি নিয়েই বাড়ির পথ ধরলেন ক্লাব অন্ত প্রাণ সমর্থকরা। অনেক দিন পর মেঘের বুক চিরে যে দেখা দিয়েছে আশার আলো। 
ইস্ট বেঙ্গল: প্রভসুখন, খাবরা (রাকিপ), লালচুংনুঙ্গা, হিজাজি, মন্দার, নাওরেম (মোবাশির), শৌভিক, সাউল, বোরহা (পারদো), বিষ্ণু (নন্দ কুমার) ও ক্লেটন (সিভেরিও)।
ইস্ট বেঙ্গল- ৫                        :     নর্থইস্ট ইউনাইটেড- ০
(বোরহা, ক্লেটন-২, নন্দ কুমার-২)
11Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা