খেলা

কোপার আগেই ব্রাজিলের
দায়িত্ব নেবেন আনসেলোত্তি

সাও পাওলো: রিয়াল মাদ্রিদের সঙ্গে তাঁর চুক্তি আগামী বছর পর্যন্ত। তারপরেই ব্রাজিলের জাতীয় দলের দায়িত্ব নিতে তৈরি কার্লো আনসেলোত্তি। তাঁর জন্য অপেক্ষা করতে রাজি সিবিএফ। তাই আপাতত নেইমারদের প্রশিক্ষকের ভূমিকা পালন করবেন অখ্যাত ফার্নান্দো ডিনিজ। জাতীয় দলে খেলার অভিজ্ঞতা তাঁর নেই। ক্লাব পর্যায়ে স্যান্টোস, পামেইরাস, ফ্ল্যামেঙ্গোর জার্সি তিনি গায়ে চাপিয়েছেন। বুধবার সিবিএফের সভাপতি এডনাল্ডো রডরিগেজ জানান, ‘কার্লো আনসেলোত্তি আমাদের প্রস্তাবে মৌখিক সম্মতি জানিয়েছেন। তবে ২০২৪ সালে চুক্তি শেষ হলে ব্রাজিলের দায়িত্ব নেবেন।’ উল্লেখ্য, আগামী বছর কোপা আমেরিকার আগে দায়িত্ব বুঝে নেবেন আনসেলোত্তি। ব্রাজিলের জাতীয় দলে প্রশিক্ষণের সুযোগ মিললেও ক্লাব কোচিং (ফ্লুমিনিস) ছাড়ছেন না ৪৯ বছর বয়সি ডিনিজ। শুধুমাত্র বিশ্বকাপের বাছাই পর্বের আগে জাতীয় দলের ফুটবলারদের সঙ্গে শিবিরে দেখা যাবে তাঁকে। 
কাতার বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায়ের পরই ব্রাজিলের জাতীয় কোচের পদ থেকে সরে দাঁড়ান তিতে। তাঁর পরিবর্তে কোনও বিদেশি কোচ নিয়োগ করতে চেয়েছিলেন সিবিএফ কর্তারা। সেই তালিকায় সবার আগে নাম ছিল পেপ গুয়ার্দিওলার। তবে এখনই ক্লাব কোচিং ছাড়তে নারাজ সদ্য ম্যাঞ্চেস্টার সিটিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো কোচ। এরপর কার্লো আনসেলোত্তির সঙ্গে যোগাযোগ করেন কর্তারা। অভিজ্ঞ ইতালিয়ান কোচও কেরিয়ারের সায়াহ্নে কোনও জাতীয় দলের দায়িত্ব সামলাতে চেয়েছিলেন। তবে বাধ সাধে রিয়ালের চুক্তি। তাই আনসেলোত্তি ও সিবিএফ কর্তাদের আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
15Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে উন্নতি ও কর্মসূত্রে বিদেশ গমন হতে পারে। বিলাস দ্রব্যের ব্যবসায় বেশি লাভের সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৬ টাকা
ইউরো৮৯.৩৫ টাকা৯২.৭৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা