বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

লাইট হাউস, কপালকুণ্ডলা মন্দির আর
মাজার ঘিরে পর্যটন শিল্প গড়ার দাবি

সৌমিত্র দাস, কাঁথি: দশকের পর দশক ধরে নীরবে মাথা উঁচু করে আলো দিয়ে চলেছে কাঁথির দেশপ্রাণ ব্লকের দারিয়াপুরের লাইট হাউস বা বাতিঘর। ৫০ বছরেরও বেশি পুরনো এই লাইট হাউস আ‌‌‌জও স্বমহিমায় সমুজ্জ্বল এবং মাইলস্টোন হয়ে দাঁড়িয়ে রয়েছে। যা পর্যটক তথা ভ্রমণপ্রিয় মানুষের অন্যতম দর্শনীয় বিষয়। দর্শনের পাশাপাশি তার চূড়োয় উঠে প্রকৃতি ও সমুদ্রের অপরূপ শোভা উপভোগের সুযোগও রয়েছে। আজ থেকে ৫০ বছরেরও বেশি আগে কেন্দ্রীয় পোত পরিবহণ ও জলপথ মন্ত্রকের উদ্যোগে নাবিকদের সঠিক দিক নির্দেশ দেওয়ার উদ্দেশ্যে লাইট হাউস গড়ে উঠেছিল। লাইট হাউসের একেবারে উপরিভাগে একটি লাল রঙের আলোকস্তম্ভ রয়েছে, যা সন্ধ্যা হলেই জ্বালানো হয়। সেই আলোকস্তম্ভটি দূর সমুদ্রে নাবিকদের সঠিক দিক নির্দেশ করে। এর ফলে নাবিকরা কোনদিকে রয়েছেন, তার যথাযথ দিশা পান। দারিয়াপুরে কাঁথি­-পেটুয়াঘাট পাকা রাস্তার পাশে দিয়ে গেলেই চোখে পড়বে আজও সদর্পে দাঁড়িয়ে রয়েছে সেই লাইট হাউস। নিয়মিত রক্ষণাবেক্ষণে লাইট হাউসের উপর প্রাচীনত্বের ছাপ পড়েনি। লাইট হাউসটি দেখভাল এবং পরিচালনার জন্য একজন আধিকারিক ও দুই কর্মী মিলিয়ে তিনজন রয়েছেন। এহেন এলাকাটিকে ঘিরে সাজানো-গোছানো পর্যটন পরিকাঠামো গড়ে তোলার দাবি অনেকদিনেরই। লাইট হাউসকে সেই পরিকাঠামোর অন্তর্ভুক্ত করার দাবিও রয়েছে। যদিও ইতিপূর্বে এ ব্যাপারে অনেক আলাপ-আলোচনা হলেও দাবি অধরাই থেকে গিয়েছে।  
দারিয়াপুর এলাকাটির বিশেষ ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। ইতিহাসপ্রেমী এবং ভ্রমণপ্রিয় মানুষের কাছে এই এলাকাটি বরাবরই আলাদা গুরুত্ব পেয়ে এসেছে। কারণ এলাকাটি সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিধন্য। সাহিত্যসম্রাট অবিভক্ত কাঁথি মহকুমার(তৎকালীন নেগুয়া মহকুমা) ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকাকালীন এক ডাকাতির ঘটনার তদন্তে দারিয়াপুরে এসেছিলেন। তাঁর শুভাগমনের স্মৃতির নানা নিদর্শন এলাকায় রয়েছে। এখানে রয়েছে হেরিটেজ তকমাপ্রাপ্ত কপালকুণ্ডলা মন্দির। কিছুটা এগিয়ে গেলেই পড়বে পেটুয়াঘাট মৎস্যবন্দর। এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম এই মৎস্যবন্দরটি  রসুলপুর নদীর তীরে অবস্থিত। নদীর ওপারে খেজুরির নিজকসবায় রয়েছে ঐতিহাসিক হিজলির মসনদ-ই-আলার মাজার। পর্যটক তথা ভ্রমণপ্রিয় মানুষজন এই সমস্ত দ্রষ্টব্য স্থান ঘোরার পাশাপাশি লাইট হাউসেও ঢুঁ মেরে যান। তাঁদের অনেকেই লাইট হাউসের চূড়োয় উঠে মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন।  
স্থানীয় বাসিন্দা প্রদ্যোৎ পড়িয়ারি বলেন, লাইট হাউস আমাদের কাছে গর্বের বিষয়। আমরা দীর্ঘদিন ধরে কপালকুণ্ডলা মন্দির, লাইট হাউস, পেটুয়াঘাট মৎস্যবন্দর ও হিজলির মসনদ-ই-আলার মাজারকে ঘিরে একটি সাজানো-গোছানো পর্যটন পরিকাঠামো গড়ে তোলার দাবি জানিয়ে আসছি। সরকারি উদ্যোগে কটেজ, পার্ক থেকে শুরু করে নানা পর্যটন পরিকাঠামো গড়ে তোলা হলে এলাকাটির গুরুত্ব বেড়ে যাবে। আরও বেশি মানুষ এখানে বেড়াতে আসবেন এবং এলাকার ইতিহাস সম্পর্কে বিশদভাবে জানতে পারবেন। কাঁথির বাসিন্দা বিষ্ণুপদ ভুঁইয়া বলেন, গুরুত্বপূর্ণ জায়গাগুলি ঘিরে পর্যটন কেন্দ্র গড়লে অনেকে আসতে পারবেন। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা ঐতিহাসিক গুরুত্ব জানতে পারবে।
দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তরুণ জানা বলেন, এলাকাটির একটি আলাদা গুরুত্ব রয়েছে। এর আগে এই সমস্ত দ্রষ্টব্য স্থানগুলিকে নিয়ে একটি স্কিম জেলা প্রশাসন ও পর্যটন দপ্তরের কাছে পাঠানো হয়েছিল। যদিও তার আর্থিক অনুমোদন এখনও মেলেনি। তবে আমরা বিষয়টি নিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু করেছি। এলাকাটিকে ঘিরে যাতে পর্যটনের পরিকাঠামো গড়ে তোলা যায়, সেব্যাপারে আলাপ-আলোচনা চলছে। নতুন করে স্কিম তৈরি করে পাঠানো হবে বলেও প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে।    
26Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আকস্মিক মাথার যন্ত্রণায় বিব্রত হতে পারেন। কাজকর্মে অপেক্ষাকৃত শুভ। সন্তানের উচ্চশিক্ষার জন্য ব্যয় বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     January,   2025
দিন পঞ্জিকা