বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

পূর্ব মেদিনীপুরে নতুন ভোটার ৬০ হাজার

নিজস্ব প্রতিনিধি, তমলুক: পূর্ব মেদিনীপুর জেলায় নতুন ভোটার হিসেবে তালিকায় নাম তুললেন ৬০ হাজার ২৪৭জন। জেলায় মোট ভোটার বেড়ে হল ৪২ লক্ষ ৬৮ হাজার ৭৯০ জন। শনিবার জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে তমলুকে জেলাশাসক অফিসে প্রশাসনের উদ্যোগে বিশেষ অনুষ্ঠান হয়। সেখানে বিভিন্ন প্রতিযোগিতায় সফল নতুন ও সম্ভাব্য ভোটারদের পুরস্কৃত করা হয়। এছাড়াও সাফল্যের জন্য বুথ লেভেল অফিসার, নির্বাচন নিবন্ধ আধিকারিক ও সহকারী নির্বাচন আধিকারিকদের পুরস্কৃত করা হয়। জেলাশাসকের অফিস থেকে একটি সুসজ্জিত ট্যাবলোর যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে জেলাশাসক পূর্ণেন্দু মাজী, অতিরিক্ত জেলাশাসক(সাধারণ) সৌভিক চট্টোপাধ্যায় এবং অতিরিক্ত জেলাশাসক(উন্নয়ন) নেহা বন্দ্যোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন।
পূর্ব মেদিনীপুরে চূড়ান্ত ভোটার তালিকায় পুরুষ ভোটার ২১ লক্ষ ৮৬ হাজার ৮৪৩। মহিলা ভোটার সংখ্যা ২০ লক্ষ ৮১ হাজার ৮৮৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৬০ জন। ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়ায় ৬৯ হাজার ৯৭৭ জনের নাম সংযোজিত হয়েছে। তারমধ্যে নতুন ভোটার ৬০ হাজার ২৪৭ জন। স্থানান্তর হয়েছেন ৯৭৩০ জন। সেইসঙ্গে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে ৩৭ হাজার ৫২৫। প্রতি হাজার পুরুষ ভোটারের অনুপাতে মহিলা ভোটার ৯৫২ জন। ১৮-১৯ বছর বয়সি ভোটার ২.৬৬ শতাংশ। এক্ষেত্রে এগরা, পাঁশকুড়া, ময়না ও নন্দকুমারের পারফরম্যান্স ভালো। বর্তমানে ৮৫ ঊর্ধ্ব ভোটারের সংখ্যা ৩৩ হাজার ১৩৫ জন। বিশেষ চাহিদাসম্পন্ন ভোটারের সংখ্যা ২৮ হাজার ৩৩৫ জন। 
14d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উত্তম ধনোযোগ পরিলক্ষিত হয়। পারিবারিক ক্ষেত্রে দিনটি ভালো বলা যায়। কাজকর্মে শুভফল লাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা