বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

২৯৪টিতেই জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে ঝাঁপাচ্ছে তৃণমূল

রাহুল চক্রবর্তী, কলকাতা: 'আব কি বার ২০০ পার'— এই স্লোগান রাজনৈতিক মহল পরিচিত। কিংবা 'এবার ৩৫', এই আওয়াজ শুনেছেন রাজনীতির কারবারিরা। তবে অমিত শাহের এসব আওয়াজের মতো পাল্টা সুর তুলতে সহমত নয় তৃণমূল। আসন্ন বিধানসভা নির্বাচনে তাদের লক্ষ্য, সবকটি আসনেই জয় নিশ্চিত করা। শাসক দলের বক্তব্য, কেউ কোনও আসনে হারার জন্য নামা নয়। সব আসনে জেতাই নজর।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বাংলায় এসে জয়ের টার্গেট ঘোষণা করেন। তিনি সেই সময় আওয়াজ তুলেছিলেন, আব কি বার ২০০ পার। অর্থাৎ রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে ২০০টিতে জয়লাভ। কিন্তু এই টার্গেট নিলেও বিজেপি তার ধারেকাছে পৌঁছতে পারেনি। সেবার বিজেপি জয়ী হয় ৭৭টি আসনে। পরবর্তীতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে আমিত শাহ টার্গেট দেন, ৩৫টি আসনে জয়। কিন্তু সেটাও যে বাস্তব সম্মত ছিল না, তা ভোটের নয় দিন আগে উপলব্ধি করেন তিনি। তখন কর্মীদের চাঙ্গা করতে তিনি জানান, ১৮ থেকে বাড়িয়ে ৩০ করতে হবে। তবে সেই সংখ্যাতেও পৌঁছতে পারেনি বিজেপি। জিতেছে মাত্র ১২টি আসনে।
ফলে বারবার এই টার্গেট দেওয়া এবং সেই লক্ষ্যে পৌঁছতে না পারা বিজেপির ভোটের দলিলই জানান দিচ্ছে। এই অবস্থায় তৃণমূল অনেক বেশি সংযত ও দায়িত্বশীল। রাজ্যের শাসক দল কোনও টার্গেট ফিক্সড করে ভোট যুদ্ধের ময়দানে নামছে না। সব আসনে জেতাই লক্ষ্য। সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হয়েছিল ২০২৬ সালের বিধানসভা ভোটে জয়ের টার্গেট কত আসন? তাতে তিনি উত্তর দেন, ২৯৪টি আসনেই জয়ী হওয়া লক্ষ্য। কোনও আসনে হারার জন্য নামব না।
এই বক্তব্যের মধ্যে দিয়ে এটা স্পষ্ট, ২৯৪টি আসনের মধ্যে কোনও আসনকে কম গুরুত্ব দিয়ে তৃণমূল দেখছে না। সব আসনের ক্ষেত্রে সমান গুরুত্ব। এবং সব আসনে সম পরিমাণ লড়াই দিয়ে জয় নিশ্চিত করাই নজর।
তৃণমূলের অন্দরের খবর, ২৯৪টি আসনে যারা জিততে পারবেন এমন প্রার্থীকেই চয়ন করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। স্বচ্ছ ভাবমূর্তি, মানুষের জন্য কাজ করতে পারবেন এমন মুখকেই সামনে আনা হবে। মহিলা মুখের সংখ্যা বেশি থাকবে। প্রার্থী তালিকায় বর্ষীয়ান নেতা যেমন থাকবেন, তেমনই তরুণ প্রজন্মের মুখও থাকবে। সকলকে নিয়ে একটি সংঘবদ্ধ পরিবারের ছবি তুলে ভোট যুদ্ধে ঝাঁপাবে তৃণমূল। লক্ষ্য থাকবে সব আসনে জয়।
তবে তার আগে এবছর দলের নেতাদের উপর কড়া নজরদারি চালাবে তৃণমূল। বর্তমান বিধায়কের পারফরম্যান্স খতিয়ে দেখা হবে। এছাড়াও এলাকায় যাঁরা পরিচিত মুখ, তাঁদের কাজ ও আচরণ মূল্যায়ন করবেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সবদিক বিচার-বিশ্লেষণ করেই ২৯৪টি আসনের জন্য ২৯৪ জন সৈনিককে বেছে নেবে তৃণমূল। যেখানে লক্ষ্য থাকবে, এমন প্রার্থী দেওয়া যাঁরা বিজেপি, সিপিএম, কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে জয় হাসিল করতে পারেন।
13h 13m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আকস্মিক মাথার যন্ত্রণায় বিব্রত হতে পারেন। কাজকর্মে অপেক্ষাকৃত শুভ। সন্তানের উচ্চশিক্ষার জন্য ব্যয় বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     January,   2025
দিন পঞ্জিকা