বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

উত্তরাখণ্ডে লাগু হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি, লিভ ইন সম্পর্কে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

দেরাদুন, ২৭ জানুয়ারি: দেশের প্রথম রাজ্য হিসেবে উত্তরাখণ্ডে চালু হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি। আজ, সোমবার থেকে এই নতুন নিয়ম চালু হচ্ছে, জানিয়েছে রাজ্য প্রশাসন। অভিন্ন দেওয়ানি বিধি বলবৎ হওয়ার অর্থ বিয়ে, বিবাহ বিচ্ছেদ, লিভ ইন এবং সম্পত্তির উত্তরাধিকারের মতো বিষয়গুলিতে ফেরবদল। যেমন নতুন আইন অনুযায়ী, লিভ ইন করতে গেলেও যুগলকে আলাদা একটি রেজিস্ট্রেশন করতে হবে। বাধ্যতামূলকভাবে পুলিস বা জেলা আধিকারিকের অনুমতিও নিতে হবে। নয়া এই নিয়ম না মানলে বা ভুল তথ্য দিলে হবে জরিমানা বা জেল। সূত্রের খবর, এর সর্বোচ্চ সাজা ৬ মাসের জেল এবং ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা। পাশাপাশি ২১ বছরের কম বয়সী যুগলরা অভিভাবকদের অনুমতি ছাড়া লিভ ইন করতে পারবেন না। এই সম্পর্কে থাকাকালীন সন্তানের জন্ম হলে সে বাবা এবং মা দু’জনেরই উত্তরাধিকার লাভ করবে। এছাড়া লিভ ইন যুগলকে বাড়ি ভাড়া দেওয়ার সময় তথ্য গোপন করলে শাস্তি পাবেন ওই বাড়ির মালিকও। অন্যদিকে, বিয়ের ক্ষেত্রে সরকারি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। তা না থাকলে ওই বিয়ে আইনি স্বীকৃতি পাবে না। এমনকী মিলবে না কোনওরকম সরকারি সাহায্যও। বিবাহিতরা দ্বিতীয়বার বিয়ে করতে পারবেন না। সমস্ত ধর্মের ব্যক্তিদের জন্যই এই নিয়ম বলবৎ থাকবে। এছাড়া ধর্ম নির্বিশেষে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ এবং ছেলেদের ২১ বছর করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারি মাসে উত্তরাখণ্ডে পাশ হয়েছিল ঐতিহাসিক অভিন্ন দেওয়ানি বিল। পরে মার্চ মাস নাগাদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাতে সম্মতি দেন। তার প্রায় একবছর পর অবশেষে কার্যকর হতে চলেছে এই আইন। এই আইনের বিধি সংক্রান্ত বিশেষ একটি পোর্টাল এবং মোবাইল অ্যাপও তৈরি করেছে উত্তরাখণ্ডে বিজেপি শাসিত সরকার। এমনকী নতুন ব্যবস্থা বলবৎ করতে সরকারি কর্মী, অফিসারদের প্রশিক্ষণ দেওয়ার কাজও বেশ কিছুদিন ধরেই চলছিল বলেও জানিয়েছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অংশীদারি কারবারে মন্দার সম্ভাবনা। যে কোনও কাজকর্মে বাধার মধ্যে উন্নতি। বৃত্তিগত শিক্ষা লাভে বিশেষ সাফল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৬৮ টাকা৮৭.৪২ টাকা
পাউন্ড১০৫.৮৯ টাকা১০৯.৬২ টাকা
ইউরো৮৮.৬৬ টাকা৯২.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা