বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

কানাগলিতে পুলিসের দেখা নেই! ওসিদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ কলকাতার সিপির

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা শহরের অলিগলিতে পুলিসের দেখা মিলছে না।  গল্ফগ্রিন থানার ঠিক পিছনের গলিতে মহিলা খুনের পরিপ্রেক্ষিতে এই অভিযোগ করেছেন খোদ কলকাতার পুলিস কমিশনার মনোজ ভার্মা। অবিলম্বে শহরের সব কানাগলিতেও যাতে পুলিসের দেখা মেলে, সেই নির্দেশও দিয়েছেন তিনি। শনিবার দুপুরে আলিপুর বডিগার্ড লাইন্সে কলকাতা পুলিসের মাসিক ক্রাইম কনফারেন্সে সব থানার ওসিদের এই নির্দেশ দিয়েছেন সিপি। 
এই প্রসঙ্গে কলকাতা পুলিসের এক সূত্র জানাচ্ছে, কলকাতার সব থানার এসআই (তদন্তকারী অফিসার) বসার ঘরে এসি মেশিন বসানোর পর থেকেই শহরে কার্যত ‘বিট পেট্রলিং’ বা টহলদারি বন্ধ হয়ে গিয়েছে। ওসিরা সিভিক, হোমগার্ড বা ক্ষেত্রবিশেষে কনস্টেবল দিয়ে নমঃ নমঃ করে টহল দেওয়াচ্ছেন!
পাশাপাশি এদিন বাহিনীকে ‘কনভিকশন রেট’ বা সাজার হার বাড়ানোর ক্ষেত্রে মনযোগ দিতে নির্দেশ দিয়েছেন সিপি। পাশাপাশি, সাইবার অপরাধ নিয়ে বক্তব্য পেশ করতে গিয়ে সিপি নির্দেশ দিয়েছেন, প্রতারিত মানুষ থানাতে অভিযোগ জানাতে এলে, প্রথম ধাপেই ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালে অভিযোগ দায়ের করতে হবে। 
মহানগরীর বুকে বড় অপরাধ ঘটলে সংশ্লিষ্ট থানা গোয়েন্দা বিভাগ এবং লালবাজার কন্ট্রোল রুমকে সেই তথ্য সময় মতো জানাচ্ছে না। এতে অপরাধীকে ‘ট্র্যাক’ করতে সমস্যা হচ্ছে। শনিবার কলকাতা পুলিসের মাসিক ক্রাইম কনফারেন্সে এনিয়ে থানার ওসিদের কার্যত কাঠগড়ায় তুললেন ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার। উদাহরণ  হিসেবে গোয়েন্দা প্রধান সাতসকালে নারকেলডাঙায় ছাগল ব্যবসায়ীর কোটি টাকা লুট এবং কড়েয়ায় শপিং মলের সামনে ছিনতাইয়ের ঘটনাকে তুলে ধরেছেন। 
অন্যদিকে, সম্প্রতি কলকাতা শহরে ঘটে যাওয়া পাঁচটি অপরাধের তদন্তে বিশেষ কৃতিত্বের জন্য ডিসি সহ বেশ কয়েকটি থানার ওসির টিমকে এদিন শংসাপত্র তুলে দিয়েছেন সিপি। তাতে কড়েয়ায় মলের সামনে ছিনতাই, নারকেলডাঙায় ব্যবসায়ীর কোটি টাকা লুট, গল্ফগ্রিনে মহিলার কাটা মুণ্ডু উদ্ধার, গিরিশ পার্কের ফুটপাতে শিশুকে ধর্ষণ ও যৌন নিগ্রহ এবং পার্ক স্ট্রিটের ব্যাঙ্কের লকারের নকল চাবি বানিয়ে গ্রাহকের কোটি কোটি টাকার হিরে ও সোনার গয়না আত্মসাতের মামলা রয়েছে। 
22d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সৃষ্টিশীল কাজকর্মে উন্নতি হবে।  কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। বিশেষ কোনও কারণে মানসিক অস্থিরতা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৭.৩৮ টাকা ১১১.১৫ টাকা
ইউরো৮৯.৩৬ টাকা৯২.৭৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
16th     February,   2025
দিন পঞ্জিকা