বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

এই সম্মান মুছে দেবে ঢাকিদের সব অসম্মান, বললেন গোকুলচন্দ্র দাস

নিজস্ব প্রতিনিধি, বরানগর: সম্মান নেই। নেই ন্যূনতম শ্রদ্ধাও। বিশ্রামের সময় মুখের উপর কেউ কেউ টাকা ছুড়ে দিয়েছেন। একরাশ কষ্ট বুকে চেপে লাখপতি পুজো উদ্যোক্তাদের নির্দেশে অসময়ে ঢাক বাজানোর দাবিও মানতে হয়েছে। কিন্তু শিল্পীমন এই বঞ্চনা মেনে নিতে চায়নি। অভিমানে ঢাক বাজানো ছেড়ে আঁকড়ে ধরেছিলেন বাউল গানকে। কিন্তু ঢাকের বোলের অমোঘ টান উপেক্ষা করতে পারেননি। ফিরে এসেছেন ঢাক কাঁধে। ‘গুরু’ পণ্ডিত তন্ময় বোসের হাত ধরে মছলন্দপুরের ঢাকিয়াল গোকুলচন্দ্র দাস এখন আন্তর্জাতিক খ্যাতিমান। তাঁর হাত ধরে বাংলা পেয়েছে মহিলা ঢাকি। পাঁচশোর বেশি প্রান্তিক মহিলা নিজের পায়ে দাঁড়িয়েছেন। আর সেই অসম্মানের ঢাক আজ গোকুলবাবুকে এনে দিয়েছে পদ্মশ্রী সম্মান। আবেগে গলা জড়িয়ে আসা শিল্পী বলেন, আমি আপ্লুত। আজ বাবাকে খুব মনে পড়ছে।
মছলন্দপুরের বিধানপল্লির বাসিন্দা গোকুলচন্দ্র দাসের বাবা মতিলাল দাস ঢাকি ছিলেন। চার-পাঁচ বছর বয়স থেকে গোকুলবাবু বাবার সঙ্গে ঢাক বাজাতে চলে যেতেন দুই বাংলায়। বড় হয়ে সেই ঢাক বাজানোকেই পেশা হিসেবে বেছে নেন। তবে খোল, ঢোল, নাল, তবলার পাশাপাশি লোকগীতি ও বাউল গানে তিনি স্বচ্ছন্দ ছিলেন। বিভিন্ন অনুষ্ঠানে ঢাকিদের অসম্মানের প্রতিবাদে তিনি ১৯৯৯ সালে এই পেশা ছেড়ে বাউল গানকে পেশা করেন। ২০০৪ সালে সারা কলকাতা ঢাকি প্রতিযোগিতায় আহিরীটোলার পুজো উদ্যোক্তারা তাঁর সঙ্গে যোগাযোগ করেন। তাঁর ঢাকের তালে মোহিত হয় সারা কলকাতা। তিনি ‘ঢাকি সম্রাট’ নির্বাচিত হন। সেখানে বিচারক হিসেবে আসা পণ্ডিত তন্ময় বোসের সুনজরে পড়েন। তন্ময়বাবুর ‘তালতন্ত্র’ দলের সদস্য হন। এরপর দেশে ও বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে যেতে শুরু করেন। পণ্ডিত রবিশঙ্কর ও অনুষ্কাশঙ্করের সঙ্গে লস অ্যাঞ্জলসে তাঁর ঢাকের বোলেও মুগ্ধ হন বিদেশিরা। উস্তাদ জাকির হুসেন সহ বহু শিল্পীর সঙ্গে তিনি বিদেশে অনুষ্ঠান করেছেন। ২০০৪ সালের মার্চ মাসে সেই লস অ্যাঞ্জেলসে এক মহিলা শিল্পীর যন্ত্র সঙ্গীতের প্রতিভা দেখে তিনি বিস্মিত হয়েছিলেন। সেখানে বসেই ভেবেছিলেন, বাংলার মেয়েরা যদি ঐতিহ্যবাহী ঢাক বাজায় তাহলে কেমন হয়। নানান ব্যঙ্গ ও সমালোচনাকে পাশ কাটিয়ে নিজের ভাইঝি ও বউমা সহ ছয় জনকে নিয়ে সেই বছর মছলন্দপুরে তৈরি করেছিলেন মহিলা ঢাকিদের দল। এখন তাঁর দেওয়া প্রশিক্ষণে সারা বাংলায় এখন প্রতিষ্ঠিত পাঁচশোর বেশি মহিলা ঢাকি। 
দিল্লি থেকে ফোনে গোকুলবাবু বলেন, এই সম্মানের কথা শুনে চোখে জল চলে আসছে। ঢাকি মানে ছিল অবজ্ঞা। প্যাণ্ডেলের কোণে অবহেলায় দাঁড়িয়ে থাকা এক শিল্পী। এই সম্মান সেই মিথ ভেঙে দিয়েছে। -ফাইল চিত্র
22d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সৃষ্টিশীল কাজকর্মে উন্নতি হবে।  কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। বিশেষ কোনও কারণে মানসিক অস্থিরতা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৭.৩৮ টাকা ১১১.১৫ টাকা
ইউরো৮৯.৩৬ টাকা৯২.৭৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
16th     February,   2025
দিন পঞ্জিকা