বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

হাতে হামাসের দেওয়া উপহার, ফিরলেন চার ইজরায়েলি মহিলা সেনা

দেইর আল-বালাহ: যুদ্ধবিরতির জেরে এখন অনেকটাই শান্ত গাজা ভূখণ্ড। প্রায় দেড় বছর পর বাড়ি ফিরছেন কয়েকজন ইজরায়েলি পণবন্দি। শনিবার নেতানিয়াহুর দেশের আরও চার মহিলা পণবন্দিকে ফিরিয়ে দিল হামাস। ইজরায়েলি সেনাবাহিনীর সদস্য ওই চারজনের নাম লিরি আলবাগ, কারিনা আরিয়েভ, ড্যানিয়েলা গিলবোয়া ও নামা লেভি। এদিন ওই চার ইজরায়েলি মহিলা সেনাকে রেড ক্রসের হাতে তুলে দেওয়া হয়। প্রত্যেকের হাতে ছিল হামাসের দেওয়া বিশেষ উপহারের ব্যাগ। তাঁরা ঘরে ফিরতেই উচ্ছ্বাসে মেতেছেন পরিবারের লোকজন।  অন্যদিকে,  যুদ্ধবিরতির শর্ত মেনে এদিন ২০০ প্যালেস্তিনীয় বন্দিকে মুক্তি দেয় ইজরায়েলও। 
২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস জঙ্গিরা। ওইদিন প্রায় ২৫০ ইজরায়েলিকে অপহরণ করে নিয়ে যায় তারা। এই তালিকাতেই ছিলেন লিরিরা। নেতানিয়াহু বাহিনীর এই চার মহিলা সদস্য গাজা সীমান্তের দায়িত্বে ছিলেন। আগাম বার্গার নামে আরও এক মহিলা সেনাকে অপহরণ করেছিল হামাস। কিন্তু এদিনের তালিকায় তাঁর নাম ছিল না। 
জানা গিয়েছে, বন্দি বিনিময় শেষ হলেই নেটজারিম করিডর থেকে পিছু হটবে ইজরায়েলি বাহিনী। তারপরেই দক্ষিণ থেকে উত্তর গাজায় ফেরার সুযোগ পাবেন হাজার হাজার প্যালেস্তিনীয় বাসিন্দা। যুদ্ধের সময় উত্তর গাজায় নিজেদের ঘরবাড়ি ছেড়ে দক্ষিণে আশ্রয় নিয়েছিলেন তাঁরা। যদিও বর্তমানে পায়ে হেটে বাড়িতে ফিরতে হবে। হামাস নেতৃত্বাধীন অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছে, রবিবার থেকে বাড়ি ফিরতে পারবেন ঘরছাড়ারা। কয়েকদিন আগেই তিন ইজরায়েলি পণবন্দিকে মুক্তি দিয়েছিল হামাস। এবার সেই তালিকায় যুক্ত হল আরও চারজনের নাম। 
13d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। কর্মস্থলে উপরওয়ালার আস্থা লাভে সক্ষম হবেন। ব্যবসায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা