বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

 
সইফ আলি খানের উপর ছুরিকাঘাত: তদন্ত করতে নদীয়ায় এল মুম্বই পুলিস

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: অভিনেতা সইফ আলি খানের উপর হামলার ঘটনার তদন্ত করতে নদীয়ার চাপড়া এলাকার বড়ো আন্দুলিয়ায় এল মুম্বই পুলিস।‌ অভিযুক্ত শরিফুল শাহজাদের ব্যবহৃত সিম থেকে খুকুমণির বিষয়ে জানতে পারেন তদন্তকারীরা। জানা যায়, খুকুমণির সিম কার্ডই ব্যবহার করত সে। এরপর এই খুকুমণির খোঁজেই গতকাল অর্থাৎ রবিবার রাতে মুম্বই পুলিস চাপড়ায় হানা দেয়। কিন্তু সেখানে তার কোনও হদিশ পাওয়া যায়নি। এমনকী তার স্বামী জাহাঙ্গীর শেখেরও হদিশ মেলেনি। সূত্রের খবর, আলিশা টেলিকম নামে স্থানীয় একটি দোকান থেকে বছর চারেক আগে এই সিম কার্ডটি ইস্যু করা হয়েছিল। সেই দোকানটিরও বর্তমানে কোনও অস্তিত্ব নেই। ওই জায়গায় এখন অন্য একটি ফার্নিচারের দোকান রয়েছে। এরপর আজ, সোমবার সকালে কৃষ্ণনগর কোতোয়ালি থানার দুর্গাপুরের কাছে সেই খুকুমণির হদিশ মেলে।‌ তিনি জানান, কয়েক বছর আগে কলকাতা মেডিক্যাল কলেজের কাছে ফোন হারিয়েছিলেন। থানায় অভিযোগও জানান। কিন্তু সেই মোবাইল ফোন তিনি আর ফেরত পাননি। সেই নম্বরটিই শাহজাদ ব্যবহার করেছিল বলে অনুমান তদন্তকারীদের। খুকুমণিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মুম্বই পুলিস ফিরে গিয়েছে বলে জানা যাচ্ছে।
অন্যদিকে, আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত পুলিসি হেফাজতেই রয়েছে সইফ হামলায় মূল অভিযুক্ত শরিফুল। জানা যাচ্ছে, তদন্ত স্বার্থে পুলিসের কিছুটা সময়ের প্রয়োজন রয়েছে। সেই কথা মাথায় রেখেই এই নির্দেশ দিয়েছে মুম্বইয়ের আদালত। সইফের বাড়িতে ঢুকে হামলার ঘটনায় ৩ দিনের মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল পুলিস। পরে তদন্তকারীরা জানিয়েছিল, ধৃত শরিফুল বাংলাদেশের নাগরিক। সে না কী অবৈধভাবেই ভারতে প্রবেশ করেছিল। জিজ্ঞাসাবাদে শরিফুলও স্বীকার করেছে সইফের বাড়িতে ডাকাতির উদ্দেশেই ঢুকেছিল সে।
প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি মুম্বইতে নিজের বাড়িতেই আক্রান্ত হন সইফ। পুলিস সূত্রে জানা গিয়েছে, রাত আড়াইটে নাগাদ এক অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে তাঁর বান্দ্রার বাড়িতে হানা দেয়। সেই সময় অভিনেতা এবং তাঁর পরিবারের অন্য সদস্যরা ঘুমোচ্ছিলেন। আওয়াজ পেয়ে সকলেই উঠে পড়েন। এরপরই হামলাকারীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন সইফ। তখন ওই দুষ্কৃতী তাঁকে একাধিকবার ধারাল অস্ত্রের কোপ মারে বলে খবর। ঘটনার পরই সেখান থেকে চম্পট দেয় আততায়ী। আহত অবস্থায় অভিনেতাকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গত মঙ্গলবার তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। আপাতত সুস্থই রয়েছেন সইফ।
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অংশীদারি কারবারে মন্দার সম্ভাবনা। যে কোনও কাজকর্মে বাধার মধ্যে উন্নতি। বৃত্তিগত শিক্ষা লাভে বিশেষ সাফল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৬৮ টাকা৮৭.৪২ টাকা
পাউন্ড১০৫.৮৯ টাকা১০৯.৬২ টাকা
ইউরো৮৮.৬৬ টাকা৯২.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা