বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন

বিক্রম ও সোহিনীর অমরসঙ্গী

একান্তই যদি হাওয়ার মতো, চুলগুলো এলোমেলো করে দেওয়া, গরমের দিনে বৃষ্টির সোঁদা গন্ধ মাখা মিষ্টি প্রেমের ভূত ঘাড়ে চাপে, আপত্তি নেই সোহিনী সরকার, বিক্রম চট্টোপাধ্যায়ের। দিব্য চট্টোপাধ্যায়ের প্রথম ছবি ‘অমরসঙ্গী’র অনুষঙ্গে রয়েছে প্রেম, কমেডি আর ভূত। 
নতুন জুটি বিক্রম-সোহিনী। আড্ডার অনুষঙ্গে জুড়ে থাকল খুনসুটি। প্রসেনজিৎ-ঋতুপর্ণা, শাহরুখ-কাজল, অমিতাভ-রেখা... ‘ওরে বাবা, কেলেঙ্কারি করেছে, বিষয়টা বিতর্কিত দিকে মোড় নিচ্ছে...’ জুটি নিয়ে সোহিনীর উর্দ্ধমুখী প্রত্যাশায় লাগাম টেনে টিপ্পনী কাটলেন বিক্রম। সামলে নিয়ে সোহিনীর মন্তব্য, ‘নতুন জুটিকেও তো শুরু করতে হবে! না হলে সে পুরনো হবে কী করে?’ এই চলার পথে ‘বাংলা ছবির অমরসঙ্গী’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আশীর্বাদও চাই তাঁদের। ‘বুম্বাদা আমাদের অভিভাবক। ‘অমরসঙ্গী’র সঙ্গী। চিরসবুজ রোম্যান্টিক হিরো। ওঁর আশীর্বাদ চাই-ই চাই’, বললেন বিক্রম। 
একসঙ্গে অভিনয় তো হল। কিন্তু বিক্রম ও সোহিনীর কাছে ‘অমরসঙ্গী’র সংজ্ঞা কী? বিক্রমের ব্যাখ্যা, ‘আমি সারাটা জীবন যার সঙ্গে কাটাতে পারব। ভালো-মন্দ মেশানো আমাকে যে মেনে নিতে পারবে। সবশেষে কারও কাছে বাড়ি ফিরে আসা আরকি।’ আর সোহিনীর সংজ্ঞায়, ‘খানিকটা দায়িত্ব, খানিকটা ভরসা, খানিকটা আশ্রয়, বুড়ো বয়সেও একসঙ্গে হাত ধরে থাকা, একে অপরের ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দেওয়া।’ 
কলকাতা শহরে প্রেমের স্টপ আপনাদের জন্য কোনটা? হাসিমুখে সোহিনীর স্বীকারোক্তি, ‘আমার বাড়ির সার্ভিস রোডের হলুদ আলোয় এখনও শোভনের (গঙ্গোপাধ্যায়) সঙ্গে প্রেম করি।’ বিক্রমের উত্তর, ‘স্ট্র্যান্ড রোডের ধারে একটি বিশেষ খাবার খাওয়া, আড্ডা জোন এবং অবশ্যই ময়দানে প্রেম করব।’ হাল্কা হাস্যরসে রাঙানো ফিল গুড মিষ্টি প্রেমের ছবিই কি বাংলা সিনেমার ভবিষ্যৎ? সোহিনীর মতে, ‘রিলস-এর যুগে কোন বিষয়ের ছবি মানুষের মনে ধরবে সেটা বুঝতে গোটা সিনেমা ইন্ডাস্ট্রিটাই বিভ্রান্ত। তবে আমার সহজ সাদামাটা মজার ছবিই ভালো লাগে।’ বিক্রমের মত, ‘সব ধরনের ছবি হওয়াটা দরকার।’ যেমন দরকার কম সংখ্যায় হলেও ভালো ছবি এবং সেই ছবি নিয়ে পারস্পরিক শ্রদ্ধাবোধ। 
প্রিয়ব্রত দত্ত
ছবি: দীপেশ মুখোপাধ্যায়
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আকস্মিক মাথার যন্ত্রণায় বিব্রত হতে পারেন। কাজকর্মে অপেক্ষাকৃত শুভ। সন্তানের উচ্চশিক্ষার জন্য ব্যয় বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     January,   2025
দিন পঞ্জিকা