বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন

‘বড় শিল্পীর সন্তান হলে তুলনা হবেই’

উস্তাদ বিলায়েত খানের পুত্র সুজাত খান। আজ শনিবার তাঁর সেতারের সপ্তসুরেই শেষ হবে ডোভার লেন মিউজিক কনফারেন্স। অনুষ্ঠানের আগে একান্ত আড্ডায় নানা কথা ভাগ করে নিলেন শিল্পী।

• ‘ডোভার লেনে অনুষ্ঠান করা সত্যিই খুব আনন্দের। এখানে এলে বিশিষ্ট শিল্পীদের সঙ্গে আলাপ করার সুযোগ হয়। গানবাজনা উপভোগ করা যায়’, আড্ডার শুরুতেই বললেন সুজাত। আট বছর বয়সে বাবা উস্তাদ বিলায়েত খানের সঙ্গে প্রথম ডোভার লেনে এসেছিলেন শিল্পী। অতীত স্মৃতি ভিড় করে এল মনে। তাঁর কথায়, ‘আট বছর বয়সে এখানে এসে উস্তাদ বড়ে গুলাম আলি খান, উস্তাদ আমির খান, পণ্ডিত ভীমসেন যোশির মতো প্রণম্য শিল্পীদের প্রত্যক্ষ করেছিলাম। সেই স্মৃতি ভোলার নয়।‌ আমার জন্ম এই কলকাতা শহরে। তাই এখানকার শ্রোতার সঙ্গে একটা আত্মিক সম্পর্ক রয়েছে।’ 
বাবা তথা গুরু উস্তাদ বিলায়েত খানের কাছে কী শিখেছেন? সুজাত বলেন, ‘বাবার কাছে প্রকৃত শিল্পী হওয়ার শিক্ষা পেয়েছি। সঙ্গীত আমার পেশা। সময়ানুবর্তিতা থেকে শুরু করে উদারতা। বাবার থেকেই সবকিছুর তালিম নিয়েছি।’ ঐতিহ্যময় ঘরানার উত্তরসূরি হওয়া কি আশীর্বাদ নাকি বাড়তি চাপ? সুজাতের জবাব, ‘দুটোই রয়েছে। বড় শিল্পীর সন্তান হলে তুলনা হবেই। ছোটবেলায় এসব নিয়ে চিন্তা করতাম। এখন হয় না। তবে এই পরিস্থিতি আমায় পরিশ্রম করার অনুপ্রেরণা দিয়েছে। শিল্পী হিসেবে পরিচিতি তৈরি করতে পেরেছি।’
সুজাতের জীবন যাপনে জড়িয়ে রয়েছে সঙ্গীত। অবসর সময় কী ধরনের গান শোনেন? শিল্পীর কথায়, ‘শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি ঠুমরি, গজল শুনি। আশি এবং নব্বইয়ের দশকের সিনেমার গান শুনি। সেই সময় মুম্বইয়ে রাহুল দেব বর্মন, লক্ষ্মীকান্ত প্যায়ারেলালের মতো সঙ্গীত পরিচালকদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল। সেসব অমর সৃষ্টি উপভোগ করি একান্তে।’ 
এবছর অনুষ্ঠানের একটি অংশে তরুণ শিল্পী অনির্বাণ রায় সুজাতের সঙ্গে বাঁশিতে সঙ্গত করবেন। নবীন-প্রবীণের সহাবস্থান হবে মঞ্চে। সে প্রসঙ্গে শিল্পী বলেন, ‘অনির্বাণ অত্যন্ত প্রতিভাবান শিল্পী। ওঁর বাঁশি শুনেছি। ডোভার লেনের মতো প্রতিষ্ঠিত মঞ্চে তরুণ শিল্পীদের সুযোগ দেওয়ার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ।’
সায়নদীপ ঘোষ
23d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সৃষ্টিশীল কাজকর্মে উন্নতি হবে।  কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। বিশেষ কোনও কারণে মানসিক অস্থিরতা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৭.৩৮ টাকা ১১১.১৫ টাকা
ইউরো৮৯.৩৬ টাকা৯২.৭৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
16th     February,   2025
দিন পঞ্জিকা