বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

বর্ধমানে দ্রুত জলস্তর নামায় বাড়ছে উদ্বেগ

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: শহরগুলিতে দ্রুত নামছে জলস্তর। তা যথেষ্টই চিন্তার। সেই কারণে এবার ‘শ্যালো অ্যাকুইফার ম্যানেজমেন্ট’ প্রকল্প বাস্তবায়নে জোর দেওয়া হয়েছে। অর্থাৎ ভূর্গস্থ জল সঞ্চয়ের টার্গেট নেওয়া হয়েছে। দেশের ১০টি শহরে পাইলট প্রজেক্ট শুরু হয়েছে। 
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দেশের ৭৫টি শহরে এই প্রকল্প নেওয়া হয়েছে। তারমধ্যে বর্ধমান শহরও রয়েছে। অত্যাধুনিক পদ্ধতির মাধ্যমে বৃষ্টির জল ভূগর্ভে পাঠানো হবে। বিশেষ মেশিনের মাধ্যমে তা করা হবে। কীভাবে এই কাজ হবে তা নিয়ে ওয়ার্কশপ করা হয়েছে। এই তালিকায় কর্ণাটকের চারটি শহর রয়েছে। কেরলের তিনটি, ওড়িশার দু’টি শহর রয়েছে। অন্যান্য রাজ্যের পাশাপাশি বর্ধমান এবং নবদ্বীপ শহরেও এই প্রকল্প বাস্তবায়িত করা হবে। কোন শহরে জলস্তর কেমন রয়েছে তা নিয়ে সমীক্ষা করা হয়। তারপরই শহরগুলি চিহ্নিত করা হয়। এই শহরগুলিতে ভূগর্ভস্থ জল তোলার ক্ষেত্রে কড়াকড়ি করা হয়েছে। অম্রুত প্রকল্পের মাধ্যমে শহরের বাসিন্দাদের পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ করা হচ্ছে। নদী থেকে জল তুলে তা সরবরাহ করার কাজ শুরু হয়েছে। বর্ধমান শহরেও এই প্রকল্পের কাজ কয়েক বছর আগে শুরু হয়েছে। কিন্তু কাজ ধীর গতিতে চলছে বলে অভিযোগ। এই প্রকল্প নিয়ে একাধিকবার জটিলতা তৈরি হয়েছিল। কোন নদী থেকে জল তোলা হবে তা ঠিক করতেই কয়েক বছর গড়িয়ে যায়। পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রথমে ঠিক হয়েছিল বর্ধমানে দামোদর থেকে জল তোলা হবে। পরে ঠিক হয় কাটোয়ায় ভাগীরথী থেকে পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ করা হবে। সেই পরিকল্পনাও ভেস্তে যায়। তারপর গলসির জুজুটি থেকে জল তোলার সিদ্ধান্ত হয়। সেই প্রকল্প এখনও চলছে। 
বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বলেন, মাঝে কিছুদিন কাজের গতি কমে গিয়েছিল। এখন আবার তা জোরকদমে শুরু হয়েছে। পাইপ বসানোর কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। এবছরের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করি। এক আধিকারিক বলেন, বর্ধমান শহরের পাশ দিয়ে দামোদর নদ বয়ে গিয়েছে। তারপরও এই শহরের জলস্তর নেমে যাচ্ছে। সেটা যথেষ্টই উদ্বেগের। ভূগর্ভের জলের পরিমাণ বাড়ানো ছাড়া অন্য কোনও উপায় নেই। প্রয়োজনে বৃষ্টির জল ধরে রেখে বিশেষভাবে ভূগর্ভে পাঠানো হবে। অম্রুত প্রকল্পের মাধ্যমেই এই কাজ হবে। শহরের কয়েকটি শহরের পাইলট প্রকল্পে সাফল্য পাওয়া গিয়েছে। ভূগর্ভে জল ‘রিচার্জ’ করার বিশেষ পদ্ধতি রয়েছে। সেটা কর্মশালার মাধ্যমে পুরসভাগুলিকে জানানো হয়েছে। হরিয়ানা, গুজরাত, মহারাষ্ট্র সহ সমস্ত রাজ্যের বড় শহরগুলিতে এই প্রকল্প বাস্তবায়িত হবে।
22d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সৃষ্টিশীল কাজকর্মে উন্নতি হবে।  কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। বিশেষ কোনও কারণে মানসিক অস্থিরতা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৭.৩৮ টাকা ১১১.১৫ টাকা
ইউরো৮৯.৩৬ টাকা৯২.৭৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
16th     February,   2025
দিন পঞ্জিকা