উত্তরবঙ্গ

এমআরপি থেকে বেশি নেওয়া হচ্ছে সারের দাম, ক্ষুব্ধ চাষিরা

সংবাদদাতা, নকশালবাড়ি: সারের কালোবাজারি নিয়ে ক্ষুব্ধ চাষিরা। কেন্দ্রীয় সরকার সারে ভর্তুকি দিলেও তা পাচ্ছেন না বলে দাবি শিলিগুড়ি মহকুমার চাষিদের। অভিযোগ, এমআরপির থেকে বেশি দামে সার কিনতে হচ্ছে। এ নিয়ে ক্ষুব্ধ চাষিরা। যদিও বিষয়টি তাদের জানা নেই বলে জানিয়েছে কৃষিদপ্তর। 
ফাঁসিদেওয়ার চাষি পরিমল ভদ্র জানান, একটি বিশেষ সারের ৫০ কেজির বস্তায় দাম লেখা ২৩১৭ টাকা। কেন্দ্রীয় সরকার এতে ৭৪৭ টাকা ভর্তুকি দেয়। খুচরো দাম ১৫৭০ টাকা। অথচ সার বিক্রেতারা ২৩১৭ টাকা দাম নিচ্ছেন। সার কেনার পর রসিদ দেওয়া হচ্ছে না। রসিদ চাইলে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সার না ব্যবহার করলে ফলন ভালো হবে না। ফলে বাধ্য হয়ে বেশি দামে সার কিনতে হচ্ছে কৃষকদের। 
বিধাননগরের আনারস চাষি নকুল ঘোষের দাবি, সরকার ভর্তুকি দেওয়ার পরও স্থানীয় সার ব্যবসায়ীরা ইচ্ছামতো সারের দাম নিচ্ছেন। এমনকী সেটির রসিদ চাইলেও তা দেবে না বলে জানিয়ে দিচ্ছেন। সারের বস্তায় যে দাম লেখা থাকে, সেই দামই নেওয়া হচ্ছে। ৪৫ কেজি ইউরিয়ার বস্তার দাম ২৬৮ টাকা। অথচ কিনতে হচ্ছে ৩২০ টাকায়। ১০:২৬ সারের ৫০ কেজির বস্তার দাম ১৪৭০ টাকা লেখা। আমাদের কিনতে হচ্ছে ১৯০০ টাকায়। ১৪:২৮ সারের ৫০ কেজির বস্তায় এমআরপি লেখা ১৫৭০ টাকা। কিন্তু তা কিনতে হচ্ছে ২২০০ টাকায়। সরকার ভর্তুকি দিলেও আমরা সুবিধা পাচ্ছি না। 
বিধাননগরের সার ব্যবসায়ী দিলীপ সাহা ও উজ্জ্বল ঘোষ এসব নিয়ে অবশ্য কোনও মন্তব্য করতে চাননি। তবে নকশালবাড়ির সার বিক্রেতা ধর্মেন্দ্র পাঠক বলেন, যে কোম্পানি সার তৈরি করছে, তারা কেন্দ্রীয় সরকারের ভর্তুকি পাচ্ছে। তাঁর দাবি, আমরা ছাড় পাচ্ছি না। তাই  ভর্তুকি দিতে পারছি না। 
মহকুমা কৃষিদপ্তর সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়িতে প্রায় ১৮০ জন সার ব্যবসায়ী আছেন। যদিও বিষয়টি খোঁজখবর নিয়ে দেখার আশ্বাস দিয়েছেন শিলিগুড়ি মহাকুমার কৃষি আধিকারিক অনুপম তরফদার। তিনি বলেন, এখন সারের জোগান পর্যাপ্ত। এমনটা হওয়ার কথা নয়। বিষয়টি খতিয়ে দেখব। যখন সারের অভাব দেখা দেয়, তখন কেউ কেউ বেশি দাম নিয়ে থাকেন। তবে তখনও আমরা অভিযান চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিই। 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা