উত্তরবঙ্গ

জমি নিয়ে দুই ভাইয়ের বিবাদ, সংঘর্ষে জখম ১০

সংবাদদাতা, ইসলামপুর: জমি বিবাদ নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়াল দুই ভাইয়ের পরিবার। একে অপরের বাড়ি ভাঙচুরের পাশাপাশি দু’টি বাইকে আগুনও ধরিয়ে দেয় তারা। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে ইসলামপুর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের ফকিরডাঙ্গি গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে ১০ জন গুরুতর জখম হয়েছেন। পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। 
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, মহম্মদ আলম এবং মহম্মদ মেশারুল সম্পর্কে দাদা-ভাই। আলম সাহেবের রাস্তার ধারে কাঁচা বাড়ি। এবার তিনি সেই বাড়ি পাকা করার উদ্যোগ নিয়েছেন। আলম সাহেবের বাড়ির পিছনে ভাই মেশারুলের বাড়ি। অভিযোগ, মেশারুল রাস্তার সামনে জায়গা নিজের দাবি করে নির্মাণে বাধা দেয়। তা নিয়েই দু’পক্ষের মধ্যে প্রথমে বচসা বাধে। পরে একে অপরের ওপর লাঠিসোঁটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে। দু’টি বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে পুলিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইসলামপুর মহকুমা হাসপাতালে জখমদের চিকিৎসা চলছে। 
স্থানীয় পঞ্চায়েত সদস্য আসগর আলি বলেন, দুই পক্ষের ৬-৭ জন করে জখম হয়েছে। আলম ও মেশেরুলেরা ৫ ভাই। তাঁদের আলাদা আলাদা নিজস্ব বাড়ি আছে। আলম পাকা বাড়ি করবে বলে এদিন মিস্ত্রী ডেকেছিলেন। মেশেরুল সামনে জমি চাইছিলেন বলে শুনেছি। তা নিয়েই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। ইসলামপুর পুলিস জেলার অতিরিক্ত পুলিস সুপার ডেন্ডুপ শেরপা বলেন, পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনও কেউ গ্রেপ্তার হননি। ঘটনার তদন্ত চলছে। এদিকে সংঘর্ষের জেরে গ্রামের পরিবেশ থমথমে।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা