উত্তরবঙ্গ

কাজ দেওয়ার নামে ডেকে ধর্ষণের চেষ্টা

সংবাদদাতা, পতিরাম: কাজ দেওয়ার নাম করে দোকানে ডেকে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ এক শ্রমিক নেতার বিরুদ্ধে। বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে সেই কিশোরীর পরিবার।  যদিও  অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত রাকেশ শীল। 
দক্ষিণ দিনাজপুর জেলা পুলিস সুপার চিন্ময় মিত্তাল বলেন, অভিযোগ দায়ের হওয়ার পর নির্দিষ্ট ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা শুরু হয়েছে।
পুলিস সূত্রে খবর, হিলি ব্লকের একটি গ্রামের বছর পনেরোর নাবালিকার বাবা, মা ভিনরাজ্যে কাজ করেন। নাবালিকা দাদুর বাড়িতেই থাকে। মামি বালুরঘাটে কাজ করেন বলে রাকেশ শীলের সঙ্গে পরিচয় হয়। তিনিই ভাগ্নিকে রাকেশের কাছে নিয়ে যান কাজ দেওয়ার জন্য। থানা মোড়ের কাছেই রাকেশের একটি মোবাইলের দোকান রয়েছে। নাবালিকাকে সেখানে উপর তলায় বিশ্রাম ঘরে নিয়ে যাওয়া হয়। এরপর মামিকে ঘরে বসিয়ে বাথরুমে নিয়ে গিয়ে রাকেশ নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। কোনওরকমে নিজেকে বাঁচিয়ে ওই নাবালিকা বেরিয়ে মামিকে বিষয়টি জানায়। মঙ্গলবার দুপুরে এই ঘটনার পর রাতে থানায় অভিযোগ দায়ের হয়। নাবালিকার মামি বলেন, কাজের জন্য এসেছিলাম। কিন্তু আমার ভাগ্নিকে ধর্ষণের চেষ্টা করা হয়। অভিযুক্তের শাস্তির জন্য অভিযোগ জানিয়েছি। 
রাকেশ একসময় তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির জেলা সভাপতি ছিলেন। তারপর লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত ওই সংগঠনের সহ সভাপতির দায়িত্বভার সামলেছেন। বালুরঘাট জেলা হাসপাতালে অনৈতিক কার্যকলাপ ও বিতর্ক নাম জড়িয়েছিল রাকেশের। এরপর শহরে অবৈধ নির্মাণ বিতর্কে জড়ানোর পর তাকে পদ থেকে সরিয়ে দেয় দল। ফলে দলের সঙ্গে রাকেশের দুরত্ব অনেকটাই বেড়ে গিয়েছে। রাকেশ বলেন, অভিযোগের কথা শুনিনি। আমি ওদের চিনি না। আমার দোকানের সিসি ক্যামেরার ফুটেজ রয়েছে। পুলিস তদন্ত করলেই স্পষ্ট হয়ে যাবে।
এবিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল বলেন, আসল ঘটনাটি জানি না। আইন আইনের পথেই চলবে। আমরা পুলিসকে বলব, যাতে নিরপেক্ষ তদন্ত করা হয়। অভিযোগ প্রমাণ হলে চরম শাস্তির দাবি জানাব। ওই নেতার বিরুদ্ধে বারবার অভিযোগ আসায় দলীয় পদ থেকে আগইে সরানো হয়েছে।
বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, ওই তৃণমূল নেতা দীর্ঘদিন অপকর্মের সঙ্গে যুক্ত। ওর বিরুদ্ধে আগেই পুলিসের মামলা করা উচিত্। দ্রুত তাকে গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনে নামব।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা