উত্তরবঙ্গ

শিলিগুড়িতে জমি ‘হাঙরদের’ দৌরাত্ম্য চলছেই, তদন্তে পুলিস

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: কিছুতেই জমি হাঙরদের দৌরাত্ম্য কমছে না শিলিগুড়িতে। ভক্তিনগর থানা এলাকায় জমি মাফিয়াদের দাপাদাপি সবচেয়ে বেশি। ওই এলাকায় ফের একটি জমি দখলের অভিযোগ উঠেছে। শুক্রবার এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি। যা নিয়ে তদন্তে নেমেছে পুলিস। অভিযোগ, শুধু রায়তি জমি নয়, খাসজমিতেও থাবা বসাচ্ছে  জমি মাফিয়ারা। এই অবস্থায় পুলিসের পাশাপাশি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। 
এদিন জমি দখল নিয়ে ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করেন বিক্রম ছেত্রী। শহরের ৪১ নম্বর ওয়ার্ডের বৈকুণ্ঠপল্লির বাসিন্দা তিনি। ওয়ার্ডের লিম্বুবস্তিতে তাঁর নামে পাঁচ কাঠা জমি রয়েছে, যা ডাবগ্রাম মৌজায়। ভক্তিনগর থানা থেকে ওই জমির দূরত্ব ২০০ মিটার। বিক্রম বলেছেন, গত বছর বাঁশ দিয়ে জমি ঘেরা দিই। কিছুদিন আগে সেই ঘেরা ভেঙে বালি, পাথর ফেলে একটি চক্র। জমি থেকে সেসব সরাতে গেলে চক্রের সদস্যরা হুমকি দেয় এবং জমিতে ঢুকতে বাধা দেয়। ১০ লক্ষ টাকা দাবি করে ওই চক্র। দিতে রাজি না হওয়ায় আমাকে প্রাণে মারার হুমকি দেয় তারা। এ ব্যাপারে পুলিসের কাছে অভিযোগ দায়ের করেছি। ভক্তিনগর থানার কাছেই জমি মাফিয়া চক্রের ঘাঁটি রয়েছে বলে অভিযোগ। শিলিগুড়ির ডেপুটি পুলিস কমিশনার (পূর্ব) দীপক সরকার বলেন,  ‘অভিযোগ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ 
শিলিগুড়িতে জমি মাফিয়াদের দাপট বন্ধে বিভিন্ন সময় একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিস ধরপাকড় চালিয়ে প্রচুর জমি উদ্ধারও করেছে। ভূমিদপ্তরে ব্যাপক রদবদল  হয়েছে। কিন্তু তারপরও ভক্তিনগর, শালুগাড়া, এনজেপি, আশিঘর, আমবাড়ি এলাকায় জমি হাঙরদের দাপট অব্যাহত। স্থানীয়দের অভিযোগ, কখনও গভীর রাতে সশস্ত্র দুষ্কৃতীদের নিয়ে বাড়িতে ঢুকে দখল করা হচ্ছে বসতভিটে। আবার কখনও ঘেরা ভেঙে দিয়ে নির্মাণ সামগ্রী ফেলে কব্জা করা হচ্ছে জমি। জলপাইগুড়ির অতিরিক্ত জেলাশাসক (ভূমি) প্রিয়দর্শিনী ভট্টাচার্যর বক্তব্য, ‘সরকারি জমি দখল রুখতে নিয়মিত অভিযান চলছে। পুলিসের সঙ্গে ভূমিদপ্তর সমন্বয় রেখে জমি দখল রুখতে কাজ করছে।’
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা