উত্তরবঙ্গ

নিশীথ কোচবিহারে পা রাখতেই উজ্জীবিত বিজেপি কর্মী-সমর্থকরা

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার লোকসভা আসনে ফের বিজেপি প্রার্থী হিসাবে নিশীথ প্রামাণিকের নাম ঘোষণা হওয়ার পর সোমবারই প্রথম তিনি জেলায় পৌঁছলেন। কোচবিহারে মাটিতে সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী এদিন পা দিতেই দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। এদিন কোচবিহারে প্রবেশের পর তাঁকে র‌্যালি করে নিয়ে আসা হয়। জায়গায় জায়গায় বিজেপি কর্মী-সমর্থকরা তাঁকে স্বাগত জানানোর জন্য জমায়েত হয়েছিলেন। সোনাপুর, পুণ্ডিবাড়ি, খাগড়াবাড়ি হয়ে তিনি কোচবিহার শহরে পৌঁছন। সেখানেও বহু কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। কোচবিহার শহরে প্রবেশের পর দাস ব্রাদার্স মোড়ে তাঁকে ঢাক বাজিয়ে, পটকা ফাটিয়ে স্বাগত জানানো হয়। সেখান থেকে হেঁটে তিনি মদন মোহন মন্দিরে পৌঁছন। প্রচুর বিজেপি কর্মী-সমর্থক আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন। মদন মোহন মন্দিরে তিনি পুজো দেন।
সেখানে তিনি বলেন, কোচবিহারের মাটিতে পা দিয়ে পজেটিভ ভাইব্রেশন দেখেছি। সাধারণ মানুষের মধ্যে উন্মাদনার পাশাপাশি রাস্তায় কাতারে কাতারে মানুষ এসে আর্শীবাদ করছেন, শুভকামনা জানাচ্ছেন। আমরা যে কোনও কাজ শুরু করার আগে মদন মোহন মন্দিরে পুজো দিয়ে তা শুরু করি। এবারও তাই করলাম। তিনি আরও বলেন, কোচবিহারবাসীর আর্শীবাদে পার্লামেন্টে সাংসদ হিসাবে ও আড়াই বছর মন্ত্রী হিসাবে আছি। বহু ঐতিহাসিক বিলের সাক্ষী হয়েছি। সক্রিয়ভাবে ছিলাম। সারা দেশের বিভিন্ন সমস্যার কথা দেশের যে সাংসদরা উত্থাপন করেছিলেন মন্ত্রী হিসেবে তার সঠিক জবাব দিয়েছি। পাশাপাশি কোচবিহারের মানুষের হয়ে কথা বলেছি। কোচবিহারের মানুষ বিগত দিনে আর্শীবাদ করেছেন, আগামী দিনেও সেটা করবেন বলে আশা করছি। সিএএ প্রসঙ্গে তিনি বলেন, সিএএ এমন একটা বিল বা আইন যে আইনে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়। কারও কোনও রকমের অধিকার হরণ হয় না। যাঁরা ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে বিভিন্ন দেশ থেকে ভারতে এসেছেন তাঁদের দীর্ঘদিনের দাবি ছিল নাগরিকত্ব দেওয়া হোক। সেই কারণেই এই ঐতিহাসিক বিল পাশ হয়েছে। যাঁরা এখনও নাগরিকত্ব পাননি, শুধুমাত্র তাঁদের নাগরিকত্ব দেওয়ার জন্য। কারও নাগরিকত্ব এই আইন দ্বারা হরণ হবে না।
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা