উত্তরবঙ্গ

গোঁসাইপুরে বর্জ্য ফেলায় বিক্ষোভ, ‘ভুল স্বীকার’ পঞ্চায়েত কর্তৃপক্ষের

সংবাদদাতা, বাগডোগরা: লোয়ার বাগডোগরা পঞ্চায়েতের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে ফের অনিয়মের অভিযোগ সামনে এল। সোমবার বাগডোগরার গোঁসাইপুরে এশিয়ান হাইওয়ের পাশে বর্জ্য ফেলায় তুমুল উত্তেজনা ছড়ায়। পঞ্চায়েতের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের গাড়ি আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। যদিও পরে ভুল স্বীকার করে পঞ্চায়েত কর্তৃপক্ষ। এরপর গোঁসাইপুরের ওই জায়গায় আবর্জনা ফেলা হবে না বলে জানিয়েছেন পঞ্চায়েতের কর্তারা। মাস দু’য়েক আগে মসজিদপাড়া শিশুশিক্ষা কেন্দ্রের পাশে আবর্জনা ফেলা হচ্ছিল। তাতে শিক্ষাকেন্দ্রে পাশের এলাকা ডাম্পিং গ্রাউন্ডের চেহারা নিয়েছিল। ‘বর্তমান’-এ এই খবর প্রকাশ হতেই আবর্জনা তুলে নেয়  পঞ্চায়েত কর্তৃপক্ষ। এবার গোঁসাইপুরে একই ঘটনাকে কেন্দ্র করে আঙুল উঠল পঞ্চায়েতের দিকে। 
বাবুল রায় নামে এলাকার এক বাসিন্দা বলেন, এর আগে সেখানে আবর্জনা ফেলা হয়েছিল। এতে দুর্গন্ধে টেকা দায় হয়ে পড়েছিল। এদিন আবারও আবর্জনা ফেলতে এলে আমরা রুখে দিই। ওই এলাকায় কোনওভাবে আবর্জনা ফেলতে দেওয়া হবে না। 
সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা সুপারভাইজার কিশোর মল্লিক বিক্ষোভের সামনে পড়ে এলাকা থেকে চলে যান। আরএক দায়িত্বপ্রাপ্ত কর্মী গৌরী দাস বলেন, এখানে বর্জ্য ফেলার বিষয়টি আমার জানা ছিল না। শ্রমিকরা হয়তো ভুল করে গোঁসাইপুরে আবর্জনা ফেলেছেন। ওই এলাকায় আর আবর্জনা ফেলা হবে না। 
বিক্ষোভের মুখে পড়ে এলাকায় ফেলা সমস্ত বর্জ্য তুলে নিয়ে যান পঞ্চায়েতের কর্মীরা। এ ঘটনায় লোয়ার বাগডোগরা পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ বলেন, পঞ্চায়েতের তরফে রাস্তার পাশে আবর্জনা ফেলার নির্দেশ দেওয়া হয়নি। আগে যে জায়গায় আবর্জনা ফেলা হতো, সেখানে ম্যারেজ হল তৈরি হচ্ছে। কোনও কারণে বড় গাড়ি আসতে পারেনি। তাই জায়গায় ওই জায়গায় সাময়িক আবর্জনা রাখা হয়েছিল। পরে তা শালবাড়ি পাঠানো হতো। যাই হোক, বাসিন্দারা আপত্তি জানিয়েছেন। গোঁসাইপুরে আর বর্জ্য ফেলা হবে না।  রাস্তার পাশে বর্জ্য ফেলা নিয়ে বিক্ষোভ। - নিজস্ব চিত্র।
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা