উত্তরবঙ্গ

১০০ দিনের টাকায় ভাঙা ঘর ঠিক করবেন শান্তি ও চঞ্চলা

সংবাদদাতা, মাথাভাঙা: ১০০ দিনের কাজের টাকা পেয়ে খুশি পচাগড়  পঞ্চায়েত এলাকার বাসিন্দা শান্তি শীলশর্মা। তিনি একাই থাকেন। চার মেয়ের বিয়ে দিয়েছেন। গত বছরের আগস্ট মাসে স্বামী মারা গিয়েছেন। সোমবার পচাগড় কৃষক বাজারের সিএসপিতে এসেছিলেন পাশবই আপডেট করাতে। ১০০ দিনের কাজের মজুরি পেয়েছেন? জিজ্ঞেস করতেই এক গাল হাসি। বললেন, পেয়েছি। কী করবেন ওই টাকায়? শান্তির উত্তর, স্বামী বেঁচে থাকতে বাঁশের খুঁটির উপর একটা টিনের চালের ঘর করেছিলাম। সেই খুঁটি এখন  নড়বড়ে। সবসময় ভয়ে থাকতাম, যে ঝড়-জলের দিনে না ভেঙে পড়ে! একশো দিনের কাজের যে টাকা পেয়েছি, তা দিয়ে কয়েকটি বাঁশ কিনে খুঁটি বদলাব। বাকি টাকা স্বামীর বাৎসরিক কাজে লাগবে। 
শান্তিদেবী বলেন, অন্যের বাড়িতে কাজ করে পেট চলে। দু’বছর ধরে হাপিত্যেশ করেছিলাম ১০০ দিনের কাজের টাকার জন্য। মোদি দেননি, দিদি দিলেন।  যেটুকু সম্বল ছিল, তা দিয়ে চার মেয়ের বিয়ে দিয়েছি। স্বামী-স্ত্রী মিলে  কাজ করে কোনওরকমে সংসারটা টানার চেষ্টা করছিলাম। কিন্তু গতবছর স্বামী অসুস্থ হল। টাকার অভাবে ঠিকমতো চিকিৎসাও করাতে পারেনি। শান্তিদেবীর  আক্ষেপ, টাকাটা যদি কেন্দ্রীয় সরকার আটকে না রাখত, তা হয়তো স্বামীর চিকিৎসা করাতে পারতাম। বিনা চিকিৎসায় স্বামীকে মারা যেতে হতো না।  এদিকে, ফুটপাতে ছেলের সঙ্গে চায়ের দোকান চালান বৃদ্ধা চঞ্চলা শীলশর্মা। তিনি জানান, সামান্য চায়ের দোকান করে ছেলের সংসার চলে। এর থেকে যা আয় হয়, তা দিয়ে কোনওরকমে পেট চলে। টিনের একচালা ঘরে থাকি। চালাটা এখন বেঁকে গিয়েছে। সারাই করাতে পারছিল না ছেলে। এবারের কালবৈশাখীতে হয়তো চালাটা উড়ে যেত। ১০০ দিনের কাজের বকেয়া মজুরি পাওয়ায় বুকে সাহস এসেছে। ছেলে বলেছে, চালাঘরে সিমেন্টের খুঁটি দেবে। দোকান চালাতে গিয়ে মানুষের কাছ থেকে জানতে পারি, কেন্দ্র টাকা দিচ্ছে না। কথাটা শুনে মন খারাপ হয়ে যেত। কিন্তু দিদি এখন টাকা দিয়েছে। এতে আমাদের মতো গরিবের যে কতটা উপকার হল বলে বোঝাতে পারব না।  
এদিন চা বিক্রির ফাঁকে চঞ্চলাদেবী বলেন, গরিব মানুষকে ভাতে মারতে চাইছিল মোদি সরকার। দিদি বাঁচালেন। 
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা