উত্তরবঙ্গ

উদয়ন ঘনিষ্ঠ পঞ্চায়েত সমিতির সদস্যর বাড়িতে রাতে বোমাবাজি

সংবাদদাতা, দিনহাটা: কেন্দ্রীয় বাহিনী টহল দিলেও শান্তি ফেরার নাম নেই দিনহাটায়। লোকসভা ভোটের আগে বারবার তপ্ত হচ্ছে দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকা। রবিবার বুথ সম্মেলনের পর রাতে বোমাবাজি হয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্যা কৃষ্ণাকাবেরী বর্মনের বাড়িতে। উদয়ন অনুগামী ওই তৃণমূল নেত্রীর বাড়িতে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দিনহাটায়। বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ির বারান্দা। লোকসভা ভোটের আগে এলাকায় সন্ত্রাস ছড়াতেই বিজেপি বোমাবাজি করেছে বলে অভিযোগ তৃণমূলের। ওই তৃণমূল নেত্রী জানিয়েছেন, বাইকে চেপে এসে দুষ্কৃতীরা বোমাবাজি করে। যদিও ঘটনাটি তৃণমূলের কোন্দল বলে দাবি বিজেপির। সাহেবগঞ্জ থানা তদন্ত শুরু করেছে। 
তৃণমূল কংগ্রেসের দিনহাটা-২ পঞ্চায়েত সমিতির সদস্যা কৃষ্ণাকাবেরী বর্মনের স্বামী দীপক বর্মন বলেন, লাঙ্গুলিয়া-২ বুথে সম্মেলন করে বাড়ি ফিরি রাতে। পরে খাবার খেয়ে ঘুমিয়ে যাই। পরিবারের সদস্যরাও ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে হঠাৎ বোমা ফাটার শব্দে ঘুম ভেঙে যায়। বোমার আঘাতে ঘরের জানালা ভেঙে গিয়েছে। বারান্দার গ্রিলের লোহা বেঁকে গিয়েছে। বরাত জোরে প্রাণে বেঁচেছি আমরা। 
তৃণমূলের দিনহাটা-২ ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য বলেন, প্রার্থী ঘোষণার পরই বিজেপি পুরনো কায়দায় সন্ত্রাসের আবহ তৈরি করতে চাইছে দিনহাটায়। তৃণমূল নেতানেত্রীর বাড়িতে বোমাবাজি করে আতঙ্ক ছড়াতে চাইছে তারা। 
কোচবিহার জেলা বিজেপির সম্পাদক জীবেশ বিশ্বাস বলেন, নিজেদের কোন্দলের জেরেই বোমাবাজি হয়েছে ওই তৃণমূল নেত্রীর বাড়িতে। লোকসভা ভোটের মুখে বিজেপি নেতাদের জেলবন্দি করতে মিথ্যা মামলা সাজানো হচ্ছে। 
তৃণমূলের দাবি, লাঙ্গুলিয়ার ওই বুথের দু’টি পঞ্চায়েতই বিজেপির। বিজেপি অধ্যুষিত এলাকায় তাদের বুথ সম্মেলনে প্রচুর ভিড় হয়েছিল। সেকারণে তাঁদের পঞ্চায়েত সমিতির সদস্যর বাড়িতে বোমাবাজি করা হয়েছে। ওই পঞ্চায়েত সমিতির সদস্য স্বামী অঞ্চলে নেতৃত্ব দিচ্ছেন। 
যদিও বিজেপির দাবি, পুরনো তৃণমূলের একাধিক নেতা নিষ্ক্রিয়। এ নিয়ে তৃণমূলের অভ্যন্তরে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ বাধে বুথ সম্মেলনে। সেকারণেই ওই নেতার বাড়ি ভাঙচুর হয়েছে। নিজেদের বাড়ি ভেঙে বিজেপি নেতাদের নামে মিথ্যা মামলা করা হচ্ছে। 
সম্প্রতি দিনহাটায় একাধিক রাজনৈতিক গণ্ডগোলের ঘটনা ঘটেছে। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই অশান্তি বাড়ছে। মাতালহাটে যুযুধান দু’পক্ষ সংঘর্ষে জড়ায়। ভেটাগুড়িতেও গণ্ডগোল হয়েছে। কিছুদিন আগে বাসন্তীরহাটে বিজেপির এক বুক সভাপতির বাড়ি ভাঙচুর হয়েছে। এবার ওই এলাকায় তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি হল। কিছুদিন আগে দিনহাটা শহর সংলগ্ন ফকিরটারিতে এক তৃণমূল নেতার বাড়িতে বোমা পড়ে। যদিও রবিবার রাতের ঘটনায় সাহেবগঞ্জ থানার পুলিস জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখছে তারা।  নিজস্ব চিত্র
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা