উত্তরবঙ্গ

ক্রেডিট কার্ড সহ ফুলবাড়িতে ধৃত বাংলাদেশি

সংবাদদাতা, শিলিগুড়ি: রাতের অন্ধকারের সুযোগে সোমবার সীমান্তের কাঁটাতার টপকে  ফুলবাড়িতে ঢুকে পড়ল বাংলাদেশের এক যুবক। শিলিগুড়ি শহর লাগোয়া এলাকায় বাংলাদেশি যুবকের অনুপ্রবেশে সীমান্তের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর নজর এড়িয়ে কীভাবে ওই যুবক ভারতীয় ভুখণ্ডে ঢুকে পড়ল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এলাকার বাসিন্দারা বলছেন, সোমবার গভীর রাতে ফুলবাড়িতে ওই যুবককে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। সন্দেহ হওয়ায় ওই যুবককে জিজ্ঞাসাবাদ করেন তাঁরা। কাজের খোঁজে এপারে এসেছেন বলে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু কথায় অসঙ্গতি পাওয়ায় পুলিসে খবর দেওয়া হয়। এনজেপি থানার পুলিস এসে যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেখানেই গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, ধৃত যুবকের নাম মহম্মদ জসীমউদ্দিন। সে বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের বাসিন্দা। কাজের খোঁজে বেড়া টপকে এপারে এসেছে বলে জেরায় জানিয়েছে সে। কিন্তু পুলিস এখনই তা বিশ্বাস করছে না। কারণ, ফুলবাড়ি এলাকার বাসিন্দাদের কাছে ধরা পড়ার পর নানাভাবে নিজের একাধিক নাম জানিয়েছে যুবক। তার কাছ থেকে বাংলাদেশের একাধিক ব্যাঙ্কের  ক্রেডিট কার্ড পাওয়া গিয়েছে। বাংলাদেশি কিছু টাকাও মিলেছে। কাজের সন্ধানে যদি ওই যুবক এপারে আসে তাহলে তার কাছে এত ক্রেডিট কার্ড কোথা থেকে এল?  তা খতিয়ে দেখছে পুলিস।  
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা